v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-31 14:50:08    
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত  আজিজ

cri
    শওকত আজিজ ১৯৪৯ সালের ৬ মার্চ দক্ষিণ পাকিস্তানের করাচীতে জম্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি উত্তর পাকিস্তানের রাওয়ালপিন্ডি গোর্দোন ইনস্টিটিউট থেকে স্নাতক এবং ১৯৬৯ সালে তিনি করাচী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী লাভের পর আজিজ প্রথম করাচীতে মার্কিন সিটিব্যাঙ্কে চাকরি করেন। এর পর তিনি জর্দান, ফিলিপাইন, গ্রীস, মালয়েশিয়া, সৌদী আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আওতাধীন সংস্থায় কাজ করেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পুঁজি বিনিয়োগ ব্যাঙ্ক, মধ্যপ্রাচ্যে ইউরোপের পুঁজি বিনিয়োগ ব্যাঙ্ক, মধ্যপ্রাচ্যে আফ্রিকান পুঁজি বিনিয়োগ ব্যাঙ্ক এবং সৌদী আরবে আমেরিকান ব্যাঙ্কে উচ্চ পরিচালনার কাজের দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে তিনি সিটিব্যাঙ্কের উপপরিচালক নিযুক্ত হন।

    ১৯৯৯ সালের অক্টোবর মাসে পারভেজ মুসারাফ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শওকত আজিজকে অন্তর্বর্তিকালীন সরকারের অর্থমন্ত্রী নিয়োগ করেছেন। এর আগে তার বাণিজ্যিক ক্ষেত্রে তার ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ২০০২ সালে আজিজ সিনেটের সদস্য পরিণত হন। গত পাঁচ বছরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের হার ধাপে ধাপে বেড়ে যাচ্ছে। আজিজ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    ২০০৪ সালের জুন মাসের শেষ দিকে মির জাফারুল্লাহ খান জামালি প্রধানমন্ত্রীর পদে ত্যাগ করেন। ১৮ আগস্ট আজিজ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে আজিজ মুসলিম লীগের সুপারিশ লাভ করেন। ২৭ আগস্ট আজিজ পাকিস্তানের জাতীয় সংসদের নির্বাচনে বেশির ভাগ ভোটের মাধ্যমে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

    আজিজ ২০০০ সালের মে মাসে এবং ২০০১ সালের আগস্ট মাসে দুবার চীন সফর করেছেন। ২০০৪ সালের ডিসেম্বর মাসে তিনি আনুষ্ঠানিকভাবে চীন সফর করেছেন। এবারকার সফর হচ্ছে তার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর।