|
২০০৫ সালে চীনের অর্থনীতির বৃদ্ধি হার শতকরা ১০ দশমিক ২
cri
|
৩০ আগস্ট চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুর্রো প্রকাশিত ২০০৫ সালের জি ডি পির প্রাথমিক পরীক্ষা উপাত্ত থেকে বুঝা যায় যে, গত বছর চীনের জি ডি পির বৃদ্ধি হার ছিল ১০ দশমিক ২ ।উল্লেখ্য, গত বছরের প্রথম দিকে এই হার ছিল ৯ দশমিক ৯ ভাগ। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী, ২০০৫ সালে মোট জি ডি পি ছিল ১৮ ট্রিলিয়ন রেন মিন পি। এদের মধ্যে দ্বিতীয় উত্পাদন শিল্পের বৃদ্ধি হার ৮ দশমিক ৭০৪৭ ট্রিলিয়ন রেন মিন পিতে পৌঁছেছে।
|
|