সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আপনারা আমাদের অনুষ্ঠানে কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। চিঠির মধ্যে দয়া করে আপনাদের পছন্দের শিল্পীর নাম বা গানের নামে স্পষ্টভাবে লিখবেন।
বাংলাদেশের ঢাকা থেকে সৈয়দা নাজমুন নাহার লক্ষী আমাদের অনুষ্ঠানে কুমার শানুর গাওয়া গান শুনতে চান। গানের কথা হল: জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। কিন্তু আমি খুব দুঃখিত, আমার হাতে গানটি নেই। তাই কুমার শানুর গাওয়া আরেকটি গান প্রচার করবো। গানের নাম "শোনো গো প্রিয়"।
বাংলাদেশের ফরিদপুর থেকে এম.এ. গোলাম সারোয়ার আমাদের অনুষ্ঠানে টাইটানিক ছবির বিখ্যাত গানটি শুনতে চান। এখন আমি চীনা শিল্পী চু হুয়ার কন্ঠে "m y heart w ill go on" নামে গানটি শোনাবো।
বাংলাদেশের ঢাকার ওয়ার্ল্ড রেডিও ডি.এক্স লিসনার্স ক্লাবের সভাপতি তাসলিমা আক্তার লিমা তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন দেশের একটি বিখ্যাত ছবির গান শোনানোর অনুরোধ করছি। ছায়াছবির গানটি হল "থিন মি মি"। আচ্ছা, প্রিয় বন্ধু, এই ছবির নামও "থিন মি মি"। চলুন, একসঙ্গে গানটি শুনবো আমরা। গানে বলা হয়েছে:
মিষ্টি হাস্য, তোমার মুখে মাধুরীময় হাস্য,
যেন ফুল বসন্তের হাওয়াতেই ফুটে,
আমি কোথাও তোমাকে দেখেছি,
তোমার হাস্য এত সুপরিচিত,
আমার মনে নেই,
হতে পারে আমার স্বপ্নে তোমার সঙ্গে দেখা হয়েছে?
বাংলাদেশের চুয়াড়াঙ্গাঁ জেলার গোবিন্দপুর ধর্মতলা গ্রামের মো: ওবায়দুল ইসলাম আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী ফরিদা পারভিনের গাওয়া "মিলন হবে কত দিনে"নামে একটি গান শুনতে চান। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন গানটি শুনবো আমরা।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|