চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছুন ছুয়েন ৩০ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ভারসাম্যহীন সমস্যা সমাধান আর দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু বিকাশের জন্য যুক্তরাষ্ট্রকে যততাড়াতাড়ি সম্ভব চীনের রপ্তানির ওপর নিয়ন্ত্রন শিথিল করতে হবে।
গত মাস যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের রপ্তানি পন্যের ওপর নতুন নিয়ন্ত্রন নিয়ম প্রণয়ন করেছে এবং কিছু হাই টেক পন্যকে নিয়ন্ত্রনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ।
ছুন ছুয়েন আরো বলেছেন , যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম দুদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক লেনদেনের উপর প্রতিকুল প্রভাব ফেলেছে । দুদেশের বাণিজ্যে বাধা ও অতিরিক্ত শর্ত সৃষ্টি করেছে। এটা দু দেশের শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু প্রসারের অনুকুল নয় ।
|