মিলিতভাবে সমুদ্রের আন্তদেশীয় অপরাধ মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য চীন আসিয়ান দেশের সঙ্গে মিলিতভাবে সামুদ্রিক সহযোগিতা করবে । চীন ও আসিয়ানের মধ্যে সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত আলোচনা সভা ৩০ আগষ্ট উত্তর-পূর্ব চীনের তা লিয়েন শহরে শেষ হয়েছে । সভায় সমুদ্রে ডাকাত , পন্যদ্রব্যচোরাচালান, অবৈধ অভিবাসী পাঠানো , মাদক ও বন্দুক বিক্রি দমন ক্ষেত্রে চীন ইন্দোনেসিয়া, মালয়সিয়া , ফিলিপাইন , সিংগাপুর ও থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছে । সভায় যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্বন্ধে মতবিনিময় করা হয়েছে ।
চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , পরবর্তীকালে চীন ও আসিয়ানের দেশগুলোর আইন প্রায়োগকারীসংস্থার মধ্যে সংলাপ ও যোগাযোগ জোরদার হবে । এই সব সংস্থাপরস্পরকে তথ্যবিনিময় করবে , মিলিতভাবে মহড়া দিবে এবং আন্তদেশীয় মামলা নিষ্পত্তি করবে ।
|