v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-30 17:45:42    
"চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" তত্পরতার ওপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচ্চ মূল্যায়ন (ছবি)

cri

 রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ ২৯ আগস্ট বিকালে মস্কোয় "চীন-রাশিয়ার মৈত্রী ভ্রমণ" নামক যৌথ সাক্ষাত্কার দলের কাছে সাক্ষাত্কার দিয়েছেন। তিনি "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" অভিযানের গভীর মূল্যায়ণ করেছেন । তিনি মনে করেন, এবারকার তত্পরতা চীন ও রাশিয়ার মৈত্রী বাড়ানোর জন্য বিরাট অবদান রেখেছে। এখন শুনুন এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন।

 লাভরোভ প্রথমেই এবারকার "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" অভিযানের গভীর মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" চীনা জনগণের বর্তমান রাশিয়াকে জানার জন্য সহায়ক হবে এবং চীন ও রাশিয়ার মৈত্রী গভীরতর করার জন্য বিরাট অবদান রেখেছে। তিনি আশা করেন, চীনা সংবাদদাতাদের পাঠানো খবরগুলোর সাহায্যে চীনা জনগণ আরো বাস্তব এবং সার্বিকভাবে রাশিয়াকে জানতে পারবেন। লাভরোভ বিশেষ করে জোর দিয়ে বলেছেন, এ অভিযানের উদ্যোক্তা চীন আন্তর্জাতিক বেতারকে কৃতজ্ঞতা জানানো দরকার। তিনি বলেছেন, "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ হচ্ছে অভূতপূর্ব কার্যক্রম। চল্লিশাধিক চীনা সংবাদদাতা চল্লিশ দিনের মধ্যে রাশিয়ার ১৮টি শহর ভ্রমণ করেছেন। আমি মনে করি, বহু রাশিয়ানও আপনাদের এমন অভিজ্ঞতার জন্য ঈর্ষা করছেন। আমরা "চীন ও রাশিয়ার মৈত্রী ভ্রমণ" দলের সদস্যদের কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই কার্যক্রমের স্রষ্টা এবং উদ্যোক্তা --- চীন আন্তর্জাতিক বেতারকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা এবারকার কার্যক্রমের প্রধান সাংগঠনিক দায়িত্ব বহন করেছেন।"

 দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে লাভরোভ বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে কোন রাজনৈতিক মতভেদ নেই। দু'দেশের সার্বিক সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে ছড়িয়ে পরেছে। লাভরোভ বলেছেন, বর্তমানে রাশিয়া আর চীনের সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ যুগে আছে। দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বের সম্পর্কের সুষ্ঠু ভবিষ্যত সম্ভাবনা আছে। তিনি আস্থা প্রকাশ করেছেন যে, চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বের সম্পর্ক হচ্ছে বিশ্ব স্থিতিশীলতা বজায় রাখার চাবিকাঠি । তিনি বলেছেন, "চীন ও রাশিয়ার সম্পর্কোন্নয়ন অভূতপূর্ব পর্যায়ে আছে। দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া আমরা আন্তর্জাতিক মঞ্চেও গঠনমূলক সংলাপ এবং সহযোগিতা করি। বহু ক্ষেত্রে চীন ও রাশিয়ার সম্পর্ক অদ্বিতীয়। আমরা হচ্ছি দুটি প্রতিবেশী মহান দেশ। রাশিয়া আর চীন উভয়েই সূদীর্ঘ ইতিহাস সমৃদ্ধ এবং উজ্জ্বল সভ্যতার অধিকারী দেশ। দু'পক্ষ পরস্পরকে সম্মানসহ সংলাপ ও শান্তিপূর্ণ পদ্ধতিতে যাবতীয় সমস্যার সমাধান করে। "

 চীন ও রাশিয়ার জাতীয় বর্ষ প্রসঙ্গে লাভরোভ বলেছেন, চীন ও রাশিয়ার জাতীয় বর্ষের কৌশলগত তাত্পর্য আছে। এই তত্পরতায় দু'দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র আরো সম্প্রসারিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বর্তমান বছরে চীনের রাশিয়া বর্ষে সাংস্কৃতিক তত্পরতা গুরুত্বপূর্ণ মর্যাদা দখল করেছে। এই তত্পরতাগুলো চীনা জনগণ সংস্কৃতি ক্ষেত্রে রাশিয়ার অর্জিত সাফল্য জানার জন্য সহায়ক হবে।

 লাভরোভ আরো বলেছেন, রাশিয়া আগামী বছরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য "চীন বর্ষ" এর জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বিশ্বাস করেন, রাশিয়ার "চীন বর্ষ" নিঃসন্দেহে চীনের ওপর রাশিয়ান জনসাধারণের গভীর আগ্রহ প্রকাশ পাবে। তিনি বলেছেন, "আমরা সক্রিয়ভাবে রাশিয়ার "চীন বর্ষ" এর জন্য প্রস্তুতি নিচ্ছি। বর্তমান বছরে চীনের "রাশিয়া বর্ষ" এর অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি। চীন সাফল্যের সঙ্গে "রাশিয়া বর্ষ" আয়োজনের জন্য রাশিয়া পক্ষকে সকল প্রকার সমর্থন দিয়েছে। আমরাও রাশিয়ায় চীন সুষ্ঠুভাবে "চীন বর্ষ" আয়োজনের জন্য যথাসাধ্য সমর্থন দেবো। আমি বিশ্বাস করি, আগামী বছরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য "চীন বর্ষ" কার্যক্রমের ওপর রাশিয়ান জনগণ আগ্রহ দেখাবেন।"

 অবশেষে লাভরোভ বলেছেন, চীন ও রাশিয়ার জাতীয় বর্ষ কার্যক্রম বলিষ্ঠভাবে দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা এবং ঐতিহ্যিক মৈত্রীকে ত্বরান্বিত করেছে এবং চীন ও রাশিয়ার সার্বিক সহযোগিতার উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করবে।