চীন সরকার উত্তর কোরিয়ার বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং চাউল , খাদ্যদ্রব্য , ডিজেল তেল ও ওষুধসহ মানবিক সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । ৩০ আগষ্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কান পেইচিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর কোরিয়াকে সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছেন ।
গত মাসে উত্তর কোরিয়ায় বন্যা হয় । জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত রির্পোট থেকে জানা গেছে , বন্যায় ৬০ হাজার অধিবাসী গৃহহারা হয়েছেন , ৩০ হাজার হেক্টর কৃষি জমির শস্য নষ্ট হয়েছে এবং প্রায় এক লাখ টন খাদ্যশস্যের ক্ষতি হয়েছে ।
|