২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস ও বিকলাঙ্গ অলিম্পিক গেমসে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবকদের সংগ্রহ কাজ ২৮ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । এখন থেকে যারা এই দুই গেমসের স্বেচ্ছাসেবক হতে চান , তারা গেমস কমিটির কাছে আবেদন জানাতে পারবেন ।
এই দুই গেমসের স্বেচ্ছাসেবকদের গেমসের প্রস্তুতি সময়পর্বের স্বেচ্ছাসেবক ও গেমস চলাকালের স্বেচ্ছাসেবকে বিভক্ত করা যায় । অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ চালানোর জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির উদ্যোগে কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হয়েছে । এই সব স্বেচ্ছাসেবকের কাজের মাধ্যমে বিভিন্ন বিভাগে স্বেচ্ছাসেবকদের ব্যবহার ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং বেশ কিছু উত্কৃষ্ট স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেয়া হয়েছে । এ পর্যন্ত যারা গেমসের প্রস্তুতি সময়পর্বের স্বেচ্ছাসেবক হয়েছেন , তাদের সংখ্যা প্রায় ৩ শ'তে দাঁড়িয়েছে ।
পরিকল্পনা অনুযায়ী , ২৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি আনুষ্ঠানিকভাবে পেইচিং অলিম্পিক গেমস ও বিকলাঙ্গ অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহের কার্যক্রম চালু করেছে । একই দিন প্রেস ব্রিফিংয়ে পেইচিং অলিম্পিক গেমসের কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান লি পিং হুয়া এই কার্যক্রম প্রসঙ্গে বলেছেন , প্রাপ্ত ফলাফল অনুযায়ী , ২৯তম অলিম্পিক গেমসে ৭০ হাজার স্বেচ্ছাসেবক এবং ১৩তম বিকলাঙ্গ অলিম্পিক গেমসে ৩০ হাজার স্বেচ্ছাসেবক লাগবে । গেমস চলাকালে এসব স্বেচ্ছাসেবক পেইচিংয়ে প্রতিযোগিতার জন্য ব্যবহার্য ৩১টি স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম, প্রশিক্ষণের জন্য ব্যবহার্য ৪০টিরও বেশি জায়গা , হোটেল , বাস স্টেশন ও গেমসের আংশিক ক্রীড়া বিভাগের প্রতিযোগিতা আয়োজনের জন্য পেইচিংয়ের বাইরের ছ'টি শহরের বিভিন্ন স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়ামে ছড়িয়ে পড়বেন । তারা প্রতিযোগিতার সাংগঠনিক কাজ , দর্শকদের পরিসেবা , নিরাপত্তা ও যোগাযোগ , আতিথেয়তা , দোভাষীর পরিসেবা , খবর প্রচার , চিকিত্সা ও ত্রাণ ইত্যাদি ক্ষেত্রে নিয়োজিত থাকবেন ।
অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সূত্রে জানা গেছে , যারা গেমসে পরিসেবার জন্য স্বেচ্ছাসেবক হতে চান , তাদের বয়স ২০০৮ সালে অলিম্পিক গেমস উদ্বোধনের এক মাস আগে ১৮ বছর পূর্ণ হওয়া উচিত । তা ছাড়া যারা স্বেচ্ছাসেবক হবেন , তাদের জন্য গেমসে স্বেচ্ছায় পরিসেবার কাজ করা , চীনের আইন ও আইনবিধি মেনে চলা , গেমসে একটানা ৭ দিনেরও বেশি সময় কাজ করা , ভাষাগত আদান প্রদানের সামর্থ্য অর্জন করা এবং পরিসেবার জন্য প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও নৈপুণ্য দখল করা ইত্যাদি পূর্বশর্তও প্রয়োজন ।
অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক তালিকাভুক্ত হওয়ার জন্য ২৮ আগস্ট থেকে পেইচিংবাসীদের আবেদনের কাজ শুরু হয় । এবছরের ডিসেম্বর মাস থেকে পেইচিংয়ের বাইরের বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে অধিবাসীদের আবেদন কাজ শুরু হবে এবং আগামী বছরের মার্চ মাসে হংকং ও ম্যাকাওবাসী , তাইওয়ানে স্বদেশী ও বিদেশে বসবাসকারী চীনা বংশোদ্ভুত বিদেশী নাগরিক ও চীনা ছাত্রছাত্রী এবং বিদেশী বন্ধু-বান্ধবদের মধ্যে এই আবেদনের কাজ শুরু হবে ।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি একই দিন বলেছেন , তিনি সর্বান্তকরনে আশা করেন যে , যারা অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হতে চান , তারা আগ্রহের সঙ্গে আবেদন করবেন , স্বেচ্ছাসেবকের মনোবল সম্প্রসারিত করবেন , অলিম্পিক আন্দোলনের মনোবল প্রচার করবেন , পরিসেবার চেতনা জোরদার করবেন , পরিসেবার সামর্থ্য বাড়াবেন এবং পেইচিং অলিম্পিক গেমসের জন্য অবদান রাখতে সম্মিলিতভাবে ঐতিহাসিক দায়িত্ব বহন করবেন ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক্স রোগ একই দিন স্বেচ্ছাসেবক সংগ্রহের কার্যক্রম চালু হওয়া উপলক্ষে প্রকাশিত একটি টেলিভিশন ভাষনে বলেছেন , ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের পরিসেবা ব্যাপকভাবে অলিম্পিক আন্দোলনের মনোবলের বিস্তৃতি ত্বরান্বিত করবে ।
|