২৮ আগষ্ট চীনের ইয়াংসি নদীর জলসেচ কমিটির একজন বিশেষজ্ঞ উ হান শহরে বলেছেন , এ বছর ইয়াংসি নদীর উচ্চ অববাহিকা অঞ্চলের খরা আর ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অংশের পানি হ্রাসের সঙ্গে তিন গিরিখাত প্রকল্পের জলাধারের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই ।
তিনি আরো বলেছেন , এ বছর গ্রীষ্মকালে সিছুয়ান প্রদেশ ও ছুন ছিং শহরের কিছু অঞ্চলের বৃষ্টি কম হওয়ায় এবং তাপমাত্রা বেশি বলে গুরুতর খরা দেখা দিয়েছে । তিন গিরিখাত প্রকল্পের জলাধারের আয়তন মাত্র কয়েক শ' বর্গ কিলোমিটার , তাই এই জলাধারের প্রভাবে উপরোল্লেখিত অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব খুব কম ।
তিনি আরো বলেছেন , ২০০৩ সালের জুন মাস থেকে তিনগিরি খাত প্রকল্পের জলাধারের পানির উচ্চতা ১৩৫ মিটার বজায় রয়েছে । জলাধারে পানি ধরে রাখার জন্য ইয়াংসি নদীর উপর অংশের অতিরিক্ত পানি আটকে দেয়ার ব্যবস্থা নেয়া হয় নি । কাজেই ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অংশের চিং চিয়াং নদীর পানির হ্রাসও তিন গিরিখাত প্রকল্পের সঙ্গে সম্পর্ক নেই ।
|