২৮ আগষ্ট পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটির সদস্য দেশগুলোর বাণিজ্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরা নাইজেরিয়ার রাজধানী আবুজাবিতে এই কমিউনিটির সংস্কার সম্বন্ধে শেষ দফা আলোচনায় অংশ নিয়েছেন ।
এই আলোচনার আলোচ্য বিষয় ছিল চারটি । এগুলো হলো অর্থনৈতিক কমিউনিটির নেতৃস্থানীয় সংস্থা হিসেবে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা , পশ্চিম আফ্রিকান দেশগুলোর উন্নয়ন তরান্বিত করার জন্য আঞ্চলিক ঐক্য জোরদার করা , ই ইউর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সমস্যা আলোচনা করা ও অবৈধ অভিবাসী নিয়ন্ত্রনের ব্যবস্থা নেয়া ।
ই সি ও ডাব্লিউ এ এসের কার্যনির্বাহী সচিব মোহাম্মেদ ইবন ছাম্বাস উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , নেতৃস্থানীয় সংস্থার প্রতিষ্ঠা পশ্চিম আফ্রিকা অঞ্চলের ঐক্য তরান্বিত করবে এবং বিভিন্ন সহযোগিতা পরিকল্পনায় কার্যকরভাবে সাহায্য করবে ।
|