২৮ আগস্ট জাতিসংঘের মহাসচিব কফি আন্নান লেবাননের রাজধানী বৈরুতে ইস্রাইল লেবাননের প্রতিবন্ধকতা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ।
আন্নান লেবাননের প্রধানমন্ত্রী ফৌয়াদ সিনিওরার আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইস্রাইলকে লেবাননের সমুদ্র ও আকাশ পথের প্রতিবন্ধকতা প্রত্যাহার তাগিদ দিয়েছেন । তিনি বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে কার্যকর প্রচেষ্টা চালাবে । এর পাশা পাশি তিনি হিজবুল্লাহকে আটকে রাখা দু'জন ইস্রাইলী সৈন্যকে মুক্তি দেয়া এবং তাদেরকে লেবানন সরকারের কাছে হস্তান্তর করা অথবা যে কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন ।
২৮ আগস্ট আন্নান বৈরুতে পৌঁছে তাঁর মধ্যপ্রাচ্যের সফর শুরু করেছেন । যাতে হিজবুল্লাহ ও ইস্রাইলকে স্থায়ীভাবে যুদ্ধবিরতির বাস্তাবায়নে রাজী করানো যায় এবং দক্ষিণ লেবাননে শান্তি রক্ষী বাহিনীর মোতায়েন প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় ।
|