২৮ আগস্ট জাতিসংঘের মানবিক বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি, উপ-মহাসচিব জান ইগেল্যান্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে ব্যবস্থা নিয়ে সুদানের দারফুর অঞ্চলে মানবিক অবনতি এড়ানোর আহ্বান জানিয়েছেন ।
একইদিন নিউ ইয়র্কে ইগেল্যান্ড নিরাপত্তা পরিষদের কাছে দারফুর অঞ্চলের মানবিক অবস্থা জানানোর সময়ে বলেছেন, এ বছরের মে মাসে সুদান সরকার ও বিরোধী সশস্ত্র গ্রুপের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করার পরও নিরীহ জনগণ ও আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের ওপর হিংসাত্মক হামলা আরো গুরুতর হয়েছে । ত্রাণ কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়ার কারণে এখন ত্রাণ তত্পরতা বন্ধ হয়ে যাবে,যাতে ৩০ লাখের বেশি শরনার্থী তাঁদের জীবনকে বাঁচিয়ে রাখার একমাত্র আশাও হারিয়ে যাওয়া যাবে ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বৃটেন নিরাপত্তা পরিষদে দারফুর সমস্যা সংক্রান্ত প্রস্তাব প্রচার করেছে । তা দারফুর অঞ্চলে ১৭ হাজার জন জাতিসংঘের শান্তি রক্ষী সৈন্য পাঠানোর দাবি জানিয়েছে । যাতে বর্তমান সেখানে মোতায়েন করা আফ্রিকা লীগের বাহিনীকে বদলে করবে । কিন্তু সুদান সরকার বহুবার জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী দারফুর অঞ্চলে মোতায়েন করার বিরোধীতা করেছে ।
|