v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-29 09:13:42    
হুয়াং ই তা এবং তাঁর গান

cri

    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সিঙ্গাপুরের গায়ক হুয়াং ই তা-এর কয়েকটি গান শোনাবো এবং তাঁর সম্পর্কে কিছু কথা বলবো।

    ২০০৩ সালের শেষের দিকে হংকংয়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ওয়াং চিয়া ওয়েই-এর ছায়াছবি 'মেট্রো রেল'-এর জন্য হুয়াং ই তার প্রথম গানটি রেকর্ড করেন। হুয়াং ই তা ছায়াছবির টাইটেল সঙ্গীতসহ 'মেট্রো রেল'-এর জন্য প্রাথমিকভাবে এই গানটি রেকর্ড করেন। তাঁর স্বভাবসুলভ ভঙ্গীতে গাওয়া এই গানটি ছায়াছবি'র গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রচারিত হয়। ফলে দর্শকদের মনের ওপর এর গানটি গভীরভাবে প্রভাব ফেলে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই ছায়াছবি প্রদর্শনের সঙ্গে সঙ্গে, চলচ্চিত্রানুবাগী অনেক মানুষ হুয়াং ই তা সম্পর্কে জানতে পারি। এখন আপনারা যে গান শুনচ্ছেন, তা হুয়াং ই তা'র গাওয়া 'মেট্রো রেল' ছায়াছবির গান।

    কেন জানি শৈষব থেকেই হুয়াং ই তার লেখাপড়ার প্রতি আগ্রহ কম অথচ। সিঙ্গাপুর হচ্ছে একটি উচ্চ পর্যায়ের স্কুলের পাঠ সম্পন্ন করে কাজ করার দেশ। এর জন্যে অনেকে মনে করে হুয়াং ই তা'র ভবিষ্যত্ হয়তো উজ্জ্বল হবে না। এমনকি হুয়াং ই তা নিজেও জানেন না কিভাবে তিনি তার ভবিষ্যতের জীবন মোকাবিলা করবেন। হঠাত্ এক দিন তাঁর বোন তাঁকে একটি গিটার দিলো। গীটার পাওয়ার পর থেকেই হুয়াং ই তা তিনি গীটার বাজনায় নিমগ্ন হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তাঁর জীবনের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক রয়েছে এবং তিনি তার ভবিষ্যত্ উন্নয়নের দিক খুঁজে পেয়েছেন।

    যখন তাঁর বয়স ১৫ বছর তখন তাঁর সংগীতের মানকে আরো উন্নত করার জন্য তিনি সিঙ্গাপুরের বিখ্যাত সংগীতজ্ঞ লি সি সোং এবং লি ওয়েই সোংয়ের কাছে শিক্ষা গ্রহন তিনি আজীবন নিজেকে ও তাঁর সৃষ্ট সংগীতকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ২০০৪ সালে হুয়াং ই তা সনি রেকর্ড প্লেয়ার কোম্পানির সঙ্গে চুক্তি বন্ধ হন। এবং কিছু দিনের মধ্যেই তিনি তাঁর প্রথম অ্যালবাম 'অর্থ জীবনকে নির্ধারণ করতে পারে না' প্রকাশ করেন। হুয়াং ই তা এই অ্যালবামে এক সঙ্গে ক্লাসিক্যাল, জনপ্রিয় দ্রুত লয় ও ধীর লয়ের মোহনীয় সুর এই তিন ধরনের স্টাইল মিশিয়েছেন। অ্যালবামের বহু গান খুব দ্রুত অনুরাগীদের সবচেয়ে প্রিয় হয়েছে। যেমনঃ 'অণূবীক্ষণযন্ত্রের নিচে প্রেম', 'নীল আকাশ' এবং 'নামহীন শিশু' ইত্যাদি।

    এখন আপনারা যে গান শুনচ্ছেন, তার নাম 'অণূবীক্ষণযন্ত্রের নিচে প্রেম'। গানের অর্থ এমনঃ আকাশ কাঁদছে। কিছু স্বপ্ন যেন ধুয়ে মুছে যায়। শহরেই সমাধিস্থ হয়ে যায় যেন একটা চিঠি, একটা পুরণো কাপর। কে জানে কার স্মারকজিনিস এটা? কি কিভাবে স্মৃতিরা জেগে থাকে-অন্তরে। বৃষ্টির ফোটায় দু'চোখ ভেজে। নিজেকেই জিজ্ঞেস করি, ভালোবাসাহীন আমি কি থাকতে পারি? অণূবীক্ষণযন্ত্রের নীচে প্রেম, নিষ্ঠুরভাবে সব ভালবাসার কারণ আমি খুঁজে বেড়াই। তোমাকে দেখার পর থেকেই তোমাকে ভালবাসি, তারপর তোমাকে আর চাইনা। জানি ভালবাসা হচ্ছে ফিরে যেতে না পারার এক অলীক কল্পনা।'

    হুয়াং ই তার নতুন অ্যালবামে, 'তোমাকে পছন্দ করি' নামে একটি গান রয়েছে। গানটিতে প্রথম প্রেমের বর্ণনা করা হয়েছে। হুয়াং ই তা'র এই গানে একজন পুরুষের বিনয়ীভাবাবেগ ও আকুতির কথা তুলে ধরেছেন। গানের হুদয় ছোঁয়া সুর প্রথম প্রেমের আবেগময় সুন্দর অনূভূতিকে সঞ্চারিত করেছে আনন্দ আর বেদনার মধ্য দিয়ে। আসুন, আমরা এক সঙ্গে 'তোমাকে পছন্দ করি' এই গান শুনবো।

    ২০০৫ সালে, হুয়াং ই তা তাঁর দ্বিতীয় অ্যালবাম 'বিশেষ ব্যবহারবিধি' প্রকাশ করেন। এই অ্যালবাম তৈরী করার সময় নিজেকে তুলে ধরার মনোভাব তিনি ব্যবহার করতে থাকেন। তিনি তাঁর আরো বেশী কল্পনা নিয়ে তাঁর শিক্ষক লি সি সোং ও লি ওয়েই সোংয়ের সঙ্গে আলোচনা করেন। এবার তিনি দুটো গানের অর্থ এবং চারটি গানের সঙ্গীত রচনা করেন। দ্বিতীয় অ্যালবামে তাঁর হুদয়ের কথাই পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে।

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'বিশেষ ব্যবহারবিধি'। গানের অর্থ এমন 'প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড, সঙ্গীত হচ্ছে সবার শুরু। কোতো দূর চলে যাই। যেতেযেতে যদিও ক্লান্ত তবুও যেন গান গাইতে একটুও কষ্ট নেই। বিশ্বাস হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। আমি শুধু হাসবো আর হাসবো। কারণ আমি বুঝতে পারি, আমার স্বপ্ন বাস্তবায়িত হবে কোন একদিন না একদিন।

    'বিশেষ ব্যবহারবিধি' এই অ্যালবামে আরো একটি গান রয়েছে। গানের নাম 'set me free' । এই গান হচ্ছে হংকংয়ের গায়িকা ক্যারেন মখের সঙ্গে দ্বৈত কন্ঠে গাওয়া হুয়াং ই তা'র গান। গানের ফরাসী ভাষা হচ্ছে ক্যারেন মখের কথা। গানের শুরুতে ও শেষে পুনরাবৃত্তি হয় আস্থায়ীর সুর। কখোনো ধীর এবং কখনো চঞ্চল পার্থক্য এখানেই। এর সঙ্গে সঙ্গে হুয়াং ই তা'র কন্ঠ যেন গানের সুরের সাথে পুরোপুরিভাবে মিশে গেছে। আচ্ছা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আসুন আমরা এই গানটি সবাই এক সঙ্গে শুনি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য হুয়াং ই তা ও তাঁর রচিত গান ও সুরের ওপর কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার কথা হবে।