|
 |
(GMT+08:00)
2006-08-28 19:43:52
|
কৈজুমি জুনিচিরোর মধ্য এশীয় সফর শুরু হয়েছে(ছবি)
cri
২৮ আগস্ট জাপানের প্রধান মন্ত্রীকৈজুমি জুনিচিরো কাজাখস্তান ও উজবেকিস্তান মধ্য দিয়ে তাঁর মধ্য এশীয় সফর শুরু করেছেন। এই প্রথম জাপানের কোন প্রধান মন্ত্রী এ দু'টি দেশ সফর করলেন। রওয়ানা হওয়ার আগে তিনি বলেছেন, কাজাখস্তান ও উসবেকিস্তান পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে জাপানের সহযোগিতা পেতে চায়। জাপান আশা করে, প্রধান মন্ত্রীর এবারের সফরের মাধ্যমে উপরোল্লেখিত দু' দেশের সঙ্গে জাপানের সুষ্ঠু সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।বিশ্লেষকরা বলেছেন, এ দু'টো দেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি প্রাকৃতিক সম্পদ রয়েছে। কূটনীতির মাধ্যমে জাপানের পরর্বতীকালের জ্বালানী ও সম্পদের সরবরাহ নিশ্চিত করা কৈজুমি জুনিচিরোর এবারকার সফরের প্রধান উদ্দেশ্য।
|
|
|