দোকডোর নিকটবর্তী জলসীমায় দক্ষিণ কোরিয়ার জঙ্গী জাহাজের মোতায়েন
cri
দোকডোর নিকটবর্তী জলসীমার নিরাপত্তাজোরদার করার জন্যে ২৮ আগস্ট দক্ষিণ কোরিয়া কোরীয় উপ দ্বীপের পূর্বাঞ্চলের জলসীমায় ৩০০০ টনের একটি জঙ্গী জাহাজ মোতায়েন করেছে। এই জঙ্গী জাহাজের নাম ' মহা প্রশান্ত মহা সাগর ৭ নম্বর' । এই সর্তকতামূলক জাহাজটি হল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে আধুনিক ত্রাণ জাহাজ।