 একাদশ বিশ্ব জুনিয়র ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপ ২০ আগষ্ট রাতে সমাপ্ত হয়েছে। চীনা খেলোয়াড়রা ৫টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক ও ৭টি ব্রোঞ্জপদক নিয়ে প্রথম স্থানে রয়েছে। কেনিয়ার খেলোয়ারা সবচেয়ে স্বর্ণপদক অর্জন করেছে, তাঁরা ৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক অর্জন করেছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন। মার্কিন প্রতিনিধি দল ৪টি স্বর্নপদক, ৫টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক অর্জন করেছে, এবং তৃতীয় স্থানে রয়েছে।

চীনা খেলোয়াড় তিন জুনহুই ২০ আগষ্ট ব্রিটেনের সেল্ফাস্টে অনুষ্ঠিত বিশ্ব পেশাগত স্নোকার প্রতিযোগিতার নতুন মত্তসুম উত্তর আয়ারল্যান্ড কাপের ফাইনালে ৯:৬ সেচে ব্রিটেনের খেলোয়াড় রোনিয়ে ও'সুল্লিভানকে পরাজিত করেছেন, এবং তৃতীয় বার চ্যাম্পিয়ন অর্জন করেছেন। ও'সুল্লিভান দুই বার চ্যাম্পিয়ন অর্জন করেন। গত বছরে তিন জুনহুই চীন ওপেন ও ব্রিটেন চ্যাম্পিয়নশীপের চ্যাম্পিয়ন অর্জন করেন।
|