v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-28 19:13:31    
চীনের গ্রামে জনগণের ব্যায়াম উন্নত হচ্ছে

cri

    সাম্প্রতিক কয়েক বছরে চীনা নাগরিকরা স্বাস্থ্যে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন, বর্তমানে চীনের শহরে ব্যায়াম খুবই জনপ্রিয়। চীনের কিছু গ্রামে ব্যায়াম হল স্থানীয় নাগরিকদের জীবন যাত্রার একটি অংশ। গণ ব্যায়ামের চালানো চীনের গ্রামের অর্থনৈতি উন্নয়নে বহু অবদান রাখা হয়েছে।

     ইয়ৌইয়ু জেলার লোকসংখ্যা ১.১ লাখ জনেরও কম এবং আয়তন ২হাজার স্কুয়ার কিলোমিটারের কম, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে ব্যাপক জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেজন্যে সকল জেলার পযটন শিল্প উন্নয়ত হয়েছে।

    ইয়ৌইয়ু জেলার ডেপুটি ম্যাজিষ্ট্রট ল্যানচেং বলেছেন, এ জেলার গণ ব্যায়ামের বৈশিষ্ট্য হল "ক্রীড়া নাগরিকদের জীবন সমৃদ্ধ করা, ক্রীড়া পযটন শিল্প উন্নয়ন করা"চলতি কয়েক বছরে ইয়ৌইয়ু জেলা ক্রীড়ার মাধ্যমে সকল জেলার পযটন শিল্প উন্নয়ন করে। সাম্প্রিতক বছরে সরকার পুঁজি বিনিয়োগ করে কিছু ব্যায়ামের অবকাঠামো নির্মাণ করেছে, যেমন ক্রীয়া কৌতুক ও ক্রীড়া মহা চত্বর, এবং এ বছরে ব্যাপক স্টেডিয়াম নির্মাণ করা হবে। ক্রীড়া উন্নয়ন কারণ হল, এক, নাগরিকদের জীন যাত্রা সমৃদ্ধ করা, দুই, ক্রীড়ার মাধ্যমে পযটন উন্নয়ন করা।

ওয়িলব্যারো(wheelbarrow)হল ইয়ৌইয়ু জেলার গণ ব্যায়ামের বৈশিষ্ট্য, খুবই জনপ্রিয়। গত বছরে জাতীয় ওয়িলব্যারো চ্যাম্পিয়নশীপে ইয়ৌইয়ু জেলার প্রতিনিধি দল ১২টি স্বর্ণপদক অজর্ন করে। বর্তমানে প্রতি সন্ধ্যায় ইয়ৌইয়ু জেলা সরকার ভবনের সংস্কৃতিক মহা চত্বরে দেয়া যায় যে, বহু ছাত্রছাত্রী ওয়িলব্যারো খেলে। একটি বৈশিষ্ট্য দৃশ্য পরিণত হয়।

জাতীয় ক্রীড়া ব্যুরোর একজন কর্মকর্তা ওয়েন ওয়েন বলেছেন, গণ ব্যায়ামের উন্নয়ন সকল জনগণ বিশেষ করে গ্রামের জনগণের স্বাস্থ্যের অনুকূল। জনগণের স্বাস্থ্য জোরদার হল ক্রীড়া কর্মকর্তাদের মূল লক্ষ্য। এ বছরে জাতীয় ক্রীড়া ব্যুরো এ ধারাবাহিক ব্যবস্থা নিয়ে ২০০৮ সাল অলিম্পিক গেমসের উপলক্ষে জাতীয় ব্যায়াম উন্নয়ন করে। প্রধান দায়িত্ব হল সারা নাগরিক ব্যায়াম করার চেতনা উন্নয়ন করা। তাঁদেরকে ঠিক ব্যায়ামের পদ্ধতি শিক্ষানো হবে, নাগরিকদের ক্রীড়া সংস্থা ও স্থান, বিশেষ করে কৃষকদের ব্যায়াম সরার স্থান নির্মান করা হবে, এর সঙ্গে সঙ্গে সমৃদ্ধি ও স্বাস্থ্যকর ব্যায়াম চালানো হবে, যাতে সকল জনগণের স্বাস্থ্য উন্নয়ন করা যায়।

ইয়ৌইয়ু জেলার পযটন উপদেষ্ট সিং ছেন মনে করেন, গণ ব্যায়ামের উন্নয়ন অর্থনীতির অনুকূল। চীনের গ্রামের নির্মানের লক্ষ্য "সভ্যতায়, আমিল, উন্নয়ন" ও অলিম্পিক গেমসের মোনোভাব "আরো উচ্চ, আরো দ্রুত, আরো শক্তিশালীর" অর্থ্য একই। "সন্দর পরিবেশে ও ভাল স্বাস্থ্যে আমরা অর্থনীতি নির্মাণ ও উন্নয়ন করতে পারি না চাই। "আরো উচ্চ, আরো দ্রুত, আরো শক্তিশালী" ও "সভ্যতায়, আমিল, উন্নয়ন" আসল হল সারা নাগরিক ব্যায়াম করার প্রস্তাব করা। এ দুই মোনোভাবের লক্ষ্য একই।

    খবরে প্রকাশ, জাতীয় ক্রীড়া ব্যুরো ইয়ৌইয়ু জেলা "বৈশিষ্ট্য পযটন ঘাঁটি" নির্ধারণ করেছে, এবং এ জেলার সঙ্গে জাতীয় শোর্ট-ট্র্যাক রেইলি, শোর্ট-ট্র্যাক ওটোক্রোস ও মান্টাইন রেইসের অনুশীলন ঘাঁটি এবং চীনের ক্যাম্পার গাড়ী (capmer car) ও যুবক ক্যাম্পার ঘাঁটি ইত্যাদি নির্মাণ করবে।