v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-28 18:55:33    
২১--২৮ আগষ্ট, ২০০৬

cri
সাংহাই সহযোগিতা অঞ্চলের সন্ত্রাস দমন সংগ্রাম চ্যালেঞ্জার মুখে

সাংহাই সহযোগিতা সংস্থা অঞ্চলের সন্ত্রাস দমন পরিষদের চেয়ারম্যান , চীনের উপ নিরাপত্তা মন্ত্রী মং হং উয়ে ২৬ আগস্ট শিনচিয়াংএ বলেছেন, যদিও সার্বিকভাবে বলতে গেলে সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন সদস্য দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল, তবুও এই অঞ্চলের সন্ত্রাস দমনের লড়াই এখনও চ্যালেঞ্জেরমুখে রয়েছে। ২৬ আগস্ট সকালে শিনচিয়াংএর ইনিনে চীন আর কাজাখস্তানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যৌথ সন্ত্রাস দমন মহড়া আয়োজিত হয়। মহড়া চলাকালে মং হং উয়ে এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের সন্ত্রাসবাদ, বিছিন্নতাবাদ এবং উগ্রবাদের তত্পরতা খুব চরপর হচ্ছে। সুতরাং নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা এখনও সাংহাই সহযোগিতা সংস্থার একটি বড় দায়িত্ব।

চীন-রাশিয়া মৈত্রী যাত্রা দল মোস্কোয় পৌঁছেছে

৩৩ দিনে ১৫ হাজার কিলোমিটার যাত্রার পর চীনের তথ্য মাধ্যম কর্মীদের নিয়ে গঠিত "চীন রাশিয়া মৈত্রী যাত্রা দল" ২৬ আগস্ট সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছে। এবারের যাত্রা মোটামুটি সম্পন্ন হওয়ার পথে।

স্থানীয় সময় ২৬ আগস্ট ১৯টায় দলের ১৩টি জীপ গাড়ি মস্কো উপকন্ঠের একটি চেক পয়েন্টে পৌঁছে। রাশিয়াস্থ চীনা দূতাবাস সেখানে সফরকারী দলটিকে স্বাগত জানান। পরে স্থানীয় পুলিশের প্রহরায় তারা দূতাবাসে পৌঁছে।

সিআরআইয়ের উদ্যোগে এই দলটি ২৫ জুলাই থিয়েন আন মেন স্কোয়ার থেকে রওনা হয়ে রাশিয়ার দিকে যাওয়ার পথে বিশটিরও বেশি শহরে সাক্ষাত্কার নিয়েছে। সফরকারী দলটি বিভিন্ন অঞ্চল ও স্থানীয় সরকারের আন্তরিক সহযোগিতা পেয়েছে।

চীনের ইউয়ুন্নান প্রদেশের উচ্চপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণপূর্ব এশিয়া আর দক্ষিণ এশিয়া সংক্রান্ত কোর্স শুরু করবে

পিপলস ডেইলির খবরে জানা গেছে, এ বছরের শরত্কালে দক্ষিণপশ্চিম চীনের ইউয়ুন্নান প্রদেশের উচ্চপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণপূর্ব এশিয়া আর দক্ষিণ এশিয়া সংক্রান্ত কোর্স শুরু করবে ।

স্থানীয় সরকারের নির্দেশ অনুযায়ী এ বছর থেকে ইউয়ুন্নান প্রদেশের নানা উচ্চপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার ভাষা ও সংস্কৃতির পটভূমি সংক্রান্ত কোর্স শুরু করবে । যাতে ইউয়ুন্নানের শিক্ষা প্রতিষ্ঠান এবং দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতার দৃঢ় ভিত্তি স্থাপন করা যায় ।

জানা গেছে, ভবিষ্যতে ইউয়ুন্নান দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় ১০টি কনফুসিয়াস ইনস্টিডিউট এবং চীনা ভাষা সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করবে ।

চীন - পাকিস্তান সন্ত্রাসদমন সহযোগিতা চুক্তি অনুমোদিত

চীন ও পাকিস্তান মিলিতভাবে সন্ত্রাসবাদ, বিছিন্নতাবাদ ও চরমপন্থী শক্তির বিরুদ্ধে আঘাত হানবে । ২৭ আগষ্ট চীনের রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা --চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি এই সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে।

গত বছরের এপ্রিল মাসে স্বাক্ষরিতচীন ও পাকিস্তানের এই চুক্তিতে উপরোক্ত তিনটি বিষয় নির্ণয় সম্পর্কিত ব্যাখ্যা এবং দু পক্ষের মধ্যে পরস্পরকে প্রযুক্তি, প্রয়োজনীয় সামগ্রী ও তথ্য সরবরাহের কথা উল্লেখ করা হয়েছে । চীন সরকার মনে করে , এই চুক্তির অনুমোদন ও কার্যকরী সন্ত্রাসদমনে দু দেশের সহযোগিতা ও দুদেশের সৌহার্দ্যময় সম্পর্ক প্রসারে অনুকুল হবে ।

ভারতের প্রধানমন্ত্রী: ভারতের পরমাণু পরীক্ষা করার অধিকার আছে

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৩ আগস্ট নয়াদিল্লীতে বলেছেন , ভারত যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে , তবে ভারত ভবিষ্যতে পরমাণু পরীক্ষা করার অধিকার বজায় রেখেছে ।

ভারতের সংসদে মনমোহন সিং বলেন , ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু প্রযুক্তি সহযোগিতা চুক্তি ভারতের পরমাণু কৌশলগত পরিকল্পনার ওপর কোনো প্রভাব ফেলবে না । ভারতের জনগণ , সরকার ও সংসদ ভারতের পরমাণু কৌশল নির্ধারণ করে । সিং জোর দিয়ে বলেন , ভারত-যুক্তরাষ্ট্র চুক্তির বাইরে ভবিষ্যতে পরমাণু পরীক্ষা করা কিনা তা নিয়ে ভারত কোনো নতুন প্রতিশ্রুতি দেবে না । সিং বলেছেন , ভারত যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বলেছে যে , ভারত আশা করে দু'দেশের পরমাণু চুক্তি পরমাণু পরীক্ষা নিষিদ্ধের একটি চুক্তিতে পরিবর্তিত হবে না ।

কোকোকোলা পান করার উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল হবে না

কোকোকোলা ও পেপসি কোম্পানির আবেদনের পর ২৫ আগস্ট ভারতের দক্ষিণাংশের কেরালা রাজ্যের উচ্চ আদালত প্রাথমিক রায় দিয়েছে যে কোকোকোলা পনীয়ের উপর ভারত সরকারের নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল করা হবে না। এর সঙ্গে সঙ্গে ওরিসা রাজ্য ঘোষণা করেছে, কোকোকোলা পনীয়তে কীটনাশকের পরিমাণ নিয়ে পরীক্ষা চালাল হবে।

ভারতীয় এশিয়া বার্তাসংস্থার একটি খবরে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ভারতের কেরালা রাজ্যের আদালতের কাছে কোকোকোলা ও পেপসি কোম্পানির পাঠানো আপিলে রাজ্য সরকারকে এ দুটো পানীয় উত্পাদন আর বিক্রি বিষিদ্ধকরণ আপাতত কার্যকর না করার দাবি জানানো হয়েছে। কিন্তু ২৫ আগস্ট কেরালা রাজ্যের উচ্চ আদালত প্রাথমিক রায় দিয়েছে যে , তারা রাজ্য সরকারকে এই নিষেধাজ্ঞা আপাতত কার্যকর না করার দাবি জানাবে না।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় যৌথ পরিভ্রমণের কার্যক্রম নিয়ে চুক্তি স্বাক্ষর

আফগানিস্তান ও পাকিস্তানের সামরিক পক্ষ ২৩ আগস্ট দু'দেশের সীমান্ত এলাকায় যৌথ পরিভ্রমণের কার্যক্রম সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য হচ্ছে দু'দেশের সীমান্ত এলাকায় বেআইনী সশস্ত্র ব্যক্তিদের চলাচলের উপর সর্তক দৃষ্টি রেখে কার্যকরভাবে প্রতিরোধ করা।

একইদিন কাবুলে আফগানিস্তান ও পাকিস্তানের সামরিক পক্ষ,ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনী, আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর সর্বোচ্চ সেনাপতি এক বৈঠক করেছেন। তাঁরা দু'দেশের সীমান্ত এলাকায় বেআইনী সশস্ত্র ব্যক্তিদের উপর অভিযান জোরদার করা সম্পর্কে মত বিনিময় করেছেন।

ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনী এবং আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনীর সমর্থনে দু'দেশের ২৫০০ কিলোমিটার সীমা-রেখায় যৌথ পরিভ্রমণের কার্যক্রম কার্যকর করতে আফগানিস্তান ও পাকিস্তানের সামরিক পক্ষরাজি হয়েছে।

আলি লারিজানি: ইরান অব্যাহতভাবে পরমাণু জ্বালানি উত্পাদন করবে

২৭ আগষ্ট ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি বলেছেন, ইরান অব্যাহতভাবে পরমাণু জ্বালানি উত্পাদন করবে। এটা ইরানের কৌশলগত লক্ষ্য।

ইরানের জাতীয় টেলিভিশন কেন্দ্রের খবরে প্রকাশ, আলি লারিজানি বলেছেন, ইরান তার নির্ধারিত লক্ষ্য পরিবর্তন করবে না। ইরান তার পরমাণু পরিকল্পনা ত্যাগ করবে না।

৩১ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে বলা হয়েছে ইরানের প্রতি ৩১ আগষ্টের আগে ইরানের সবগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করতে হবে। নাহলে ইরানকে শাস্তি দেয়া হবে।

এর আগে ইরান ঘোষণা করেছে যে, মধ্য ইরানের আরাক শহরে একটি ভারী পানি কারখানা নির্মাণ এবং কাজ শুরু করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহম্যাদিনেজাদ বলেছেন, ইরানের বৈধ অধিকার থেকে বন্চিত করা যাবে না। ইরানের জনগণ সশস্ত্র শক্তি দিয়ে পরমাণু প্রযুক্তি উন্নয়নের অধিকার সুরক্ষা করবেন।

লেবাননের প্রেসিডেন্ট জাতিসংঘ বাহিনী লেবানন সীমান্তে মোতায়েন বিরোধী

২৬ আগষ্ট লেবাননের প্রেসিডেন্টের অফিস ঘোষণা করেছে যে, লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনী লেবানন-সিরিয়া সীমান্তে মোতায়েনের বিরোধী।

তিনি বলেছেন, লেবাননের সরকারী বাহিনী লেবানন-সিরিয়া সীমান্ত অঞ্চলের নিরাপত্তা সুরক্ষা করতে পর। দু'দেশের মধ্যে সংঘর্ষ থাকলে সীমান্ত অঞ্চলে জাতিসংঘ বাহিনী মোতায়েনের দরকার হবে। কিন্তু লেবানন ও সিরিয়ার মধ্যে কোন বিরোধ নেই। তিনি আশা করেন জাতিসংঘ নিযুক্ত বাহিনী যথাশীঘ্র লেবাননে আসবে।

২৬ আগষ্ট লেবাননের গণ মাধ্যম বলেছে, লেবাননের হজবুল্লাহের উপ সম্পাদক প্রতিশ্রুতি দিয়েছেন যে, হেজবুল্লাহ জাতিসংঘের লেবানন-ইসরাইল সংঘর্ষ বন্ধ করা সংশ্লিষ্ট ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলবে। তিনি বলেছেন, এ প্রস্তাবের ধারায় বলা হয়েছে যে, লিতানি নদীর দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের অস্থায়ী বাহিনী ও লেবাননের সরকারী বাহিনী ছাড়াও অন্য সশস্ত্র শক্তি মোতায়েন থাকবে না। হজবুল্লাহ এ ধারা মেনে চলবে।

প্লুটো সৌরজগত্ থেকে বহিষ্কৃত হয়েছে

২৪ আগস্ট চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ফেডারেশনের ২৬তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটদানের মাধ্যমে গ্রহ বিষয়ক একটি নতুন সংজ্ঞা অনুমোদিত হয়েছে । এই নতুন সংজ্ঞা অনুযায়ী , সৌরজগতে আনুষ্ঠানিকভাবে ৮টি গ্রহ নির্ধারণ করা হয়েছে । প্লুটো সৌরজগত্ থেকে বহিষ্কৃত হয়েছে । তাকে ড্যোআরফ্ প্ল্যানিক বলে নির্ধারণ করা হয়েছে ।

৭৫টি দেশ ও অঞ্চলের আড়াই হাজার জ্যোতির্বিদ একই দিন ভোটদানে অংশ নিয়েছেন ।