২৭ আগষ্ট চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিং ফেই পেইচিংয়ে বলেছেন , মাদক পাচার ও চীনে মাদক দ্রব্যের চোরাচালান রোধ করার জন্য চীন সড়ক, নৌ ,বিমানপথ ও ডাক বিভাগে মাদক চেক ব্যবস্থা স্থাপন করবে ।
বিদেশের মাদক দ্রব্যের চোরাচালান রোধ করার জন্য চীন দক্ষিণ- পশ্চিম চীনের ইউনান প্রদেশ ও উত্তর- পশ্চিম চীনের সিংচিয়াং স্বায়তশাসিত অঞ্চলকে মাদক দমনের প্রধান অঞ্চল হিসেবে ধার্য করেছে এবং দক্ষিণ- পূর্ব চীনের উপকূলীয় অঞ্চলে মাদক দমনের কাজ আরো জোরদার করেছে । এর পাশাপাশি চীন সরকার মাদকসেবীদের মাদকাশক্তি দূর করা ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ।
উল্লেখ্য , গত শতাব্দীর আশির দশক থেকে থাইল্যান্ড, মায়ানমার ও লাওসের সীমান্ত অঞ্চল এবং আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের সীমান্ত অঞ্চল থেকে প্রচুর মাদক চীনে প্রবেশ করে । চীনে মাদকসেবীর সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ।
|