v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-28 14:19:20    
পরবর্তী অনুষ্ঠানমালা--- ২০০৬/৮/২৭

cri

    চীনের উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনা ভাষা শিক্ষাও সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি চীন-রাশিয়ার মৈত্রী ভ্রমণের যৌথ সংবাদদাতা দল রাশিয়ার ওমস্কায়া ওব্লাস্ট অংগরাজ্যের জাতীয় শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে গিয়ে চীনা ভাষা বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে আমাদের সংবাদদাতা জানতে পেরেছেন যে, চীনা ভাষা শিক্ষার বিষয়টি ওমস্কায়া ওব্লাস্টেও এখন ধাপে ধাপে উন্নত হচ্ছে। আগামী ২৮ আগস্ট সোমবার শিক্ষার আলো আসরে মিস. লিলু আপনাদের রাশিয়ার ওমস্কায়া ওব্লাস্টে চীনা ভাষা শিক্ষার হিড়িক সন্বন্ধে একটি প্রতিবেদন শুনাবেন।

 ৩০তম বিশ্ব উত্তরাধিকার সম্মেলন ৮ জুলাই লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিউসে অনুষ্ঠিত হয়েছে। চীন এই সম্মেলনে চীনের বড় প্যান্ডার আবাসিক এলাকাকে বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকার এবং ইন রাজবংশের ধ্বংসাবশেষকে বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব উত্তরাধিকার আবেদন চীনের একটি উষ্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন অঞ্চল বিশ্ব উত্তরাধিকার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদনের প্রচেষ্টা চালায়। তবে এখন অধিক থেকে অধিকতর লোক ক্রমে ক্রমে উপলব্ধি করছেন যে, উত্তরাধিকার আবেদনের চেয়ে উত্তরাধিকার স্থানের সার্বিক পরিচালনার মান উন্নত করাই হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী ২৯ আগস্ট মঙ্গলবার সংস্কৃতির সন্ধানে ম্যাডাম ফেং সিয়াউ ছিয়েন এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করবেন।

 সম্প্রতি আমাদের সংবাদদাতা মধ্য চীনের হোনান প্রদেশের সিন সিয়াং জেলা সফর করতে গিয়েছিলেন। সেখানে তিনি চিং হুয়া নামে এক ধনী গ্রাম দেখলেন। তিনি গ্রামবাসীদের কাছ থেকে শুনেছেন যে, চিং হুয়া গ্রাম আগে খুবই গরীব ছিল। তাদের সুদক্ষ নারী কর্তা লিউ চি হুয়ার কল্যাণে তাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটেছে। ৩০ আগস্ট বুধবার চীনের জীবন আসরে মিঃ শি চিং উ চীনের গ্রামের নারী কর্তা লিউ চি হুয়ার কাহিনী শোনাবেন।

 চীন সরকার কার্টুন শিল্পের উন্নয়নে উত্সাহ দেয়ার কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং বলেছে, ৫ থেকে ১০ বছর পর চীনের কার্টুন ফিল্ম শিল্পের উত্পাদন মূল্য দেশের মোট জি ডি পির এক শতাংশ হয়ে দাঁড়াবে। এই হিসাবে তখন চীনের কার্টুন শিল্পের মোট উত্পাদন মূল্য হবে ৩০ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার। এই ভাবে চীনের কার্টুন শিল্প ক্রমেই তার স্বর্ণ যুগে প্রবেশ করবে। ৩১ আগস্ট বৃহস্পতিবার আমাদের অর্থনীতি আসরে মিঃ লি ইউয়েন শান চীনের কার্টুন শিল্প উন্নয়ন অবস্থা বিশ্লেষণ করবেন।

 ১ সেপ্টেম্বর শুক্রবার কন্যা জায়া জননী অনুষ্ঠানে ম্যাডাম চুং শাও লি "গান পছন্দ করা পাহাড়ী এলাকার দুই বোন" শিরোনামে একটি প্রতিবেদন শোনাবেন।

 উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আথুশি শহরের থুকুমেদি থানা আর কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে শতাধিক কিলোমিটার দীর্ঘ একটি সীমান্তরেখা আছে। যারা এই সীমান্তরেখা রক্ষা করছেন, তাদের মধ্যে সীমান্ত রক্ষী সৈন্য ছাড়াও কিরগিজ জাতির বহু পশুপালকও আছেন। ২ সেপ্টেম্বর শনিবার ওরা অনন্য অনুষ্ঠানে মিঃ থাং ইয়াও খান সীমান্তরেখা রক্ষার দায়িত্ব পালনকারী কিরগিজ জাতির পশুপালক উসিমান সম্পর্কে কিছু বলবেন।

 তা ছাড়া প্রতিদিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠানগুলো।