২৭ আগস্ট ইরাকের উপ-প্রধানমন্ত্রী বার্হুম সালিহ্ বলেছেন, ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি মন্ত্রীসভার সদস্য পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছেন ।
তিনি বলেছেন, মালিকি কয়েক জন মন্ত্রীকে পরিবর্তন করবেন । তিনি শুধু শিয়া সম্প্রদায়, সুন্নী সম্প্রদায় ,কুর্দী ও অন্যান্য পার্টির মধ্যে মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তন করার কথা বলেছেন ,অন্য আর কিছু বলেন নি ।
তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতি মন্ত্রীসভার সমন্বয় সরকারের সামর্থ্য উন্নত করার লক্ষে খুব স্বাভাবিক প্রক্রিয়া । তিনি জোর দিয়ে বলেছেন, মন্ত্রীসভার সকল সদস্যকে ঐক্যবদ্ধ করা উচিত,যাতে ইরাকের জাতীয় সমঝোতা বাস্তবায়ন করা যায় ।
|