২৭ আগস্ট হিজবুল্লাহর নেতা শেখ নাস্রাল্লাহ্ জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহ্ ইস্রাইলের সঙ্গে দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু করবে না ।
একইদিন রাতে লেবাননের একটি টেলিভিশন অনুষ্ঠানে তাঁর এ কথা প্রচারিত হয়েছে । তিনি বলেছেন, ইস্রাইলের উদ্দেশ্য হল হিজবুল্লাহকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নম্বর ১৭০১ প্রস্তাব বিরোধীতা করার জন্য প্ররোচিত করা এবং তার সঙ্গে লড়াই-এ লিপ্ত হওয়া । এ বিষয়ে হিজবুল্লাহ্ সংযম বজায় রেখে চলবে ।
তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ লেবাননে জাতিসংঘের বাহিনী ও লেবাননের বাহিনী মোতায়েন করলে ,সেখানে কোনো ইস্রাইলী থাকবে না । এ কারণে হিজবুল্লাহ'র বিরোধী তত্পরতা চালানোর কোনো কারণ নেই ।
|