২৭ আগস্ট চীনের রাষ্ট্রীয় কাউন্সেলার থাং চিয়াস্যুয়ান বেলগ্রেডে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী ইভানা দুলিক মার্কোভিচেরসঙ্গে বৈঠক করেছেন ।
থাং চিয়াস্যুয়ান দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে সন্তুষ্ট। তিনি বলেছেন,সার্বিয়া একচীন নীতি সমর্থন করার জন্যেচীন তা প্রশংসা করে । চীন সার্বিয়ার জনগণের স্বদেশের অবস্থা অনুযায়ী বাছাই করে উন্নয়নের পথ এবং সার্বিয়া সরকারের চালিত নীতিকে সম্মান করেছে । চীন সার্বিয়ার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে সুবর্ণসুযোগের মাধ্যমে দু'দেশের সহযোগিতামূলক সম্পর্ককে আরো উন্নত করতে ইচ্ছুক ।
দুলিক মার্কোভিচ বলেছেন, চীন হচ্ছে সার্বিয়ার বিশ্বাসগত বন্ধু এবং এশিয়ায় সের্বিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । চীনের অর্থনীতি দ্রুতভাবে উন্নত করছে, তা অনেক অভিজ্ঞতা শিখতে হবে । অব্যহতভাবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করা হচ্ছে সার্বিয়ার কূটনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । সার্বিয়া সব সময় একচীন নীতি অনুসরণ করবে ।
|