২৭ আগস্ট সার্ভিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেলগ্রেডের কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিষ্ঠার ফলকের উন্মোচন হয়েছে। এটি হচ্ছে বলকান এলাকার প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট।
চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সুয়ান, সার্ভিয়ার উপপ্রধানমন্ত্রী মাদাম ইভানা তুলিক মার্কোভিছ একইদিনে প্রতিষ্ঠা ফলকের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থাং চিয়া সুয়ান বলেছেন, চীনের সরকার বেলগ্রেডের কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়নে সমর্থন দেবে। তিনি বিশ্বাস করেন, চীন-সার্ভিয়া অভিন্ন প্রচেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বেলগ্রেডের কনফুসিয়াস ইন্সটিটিউট দু'দেশের সংস্কৃতি ও শিক্ষার আদানপ্রদান ত্বরান্বিত করা সহ দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরো উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মাদাম মার্কোভিছ বলেছেন, বেলগ্রেডের কনফুসিয়াস ইন্সটিটিউট সার্ভিয়াসহ অন্য দেশের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদানের দৃষ্টান্তে পরিণত হবে।
|