 ৩৩ দিনে ১৫ হাজার কিলোমিটার যাত্রার পর চীনের তথ্য মাধ্যম কর্মীদের নিয়ে গঠিত "চীন রাশিয়া মৈত্রী যাত্রা দল" ২৬ আগস্ট সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছে। এবারের যাত্রা মোটামুটি সম্পন্ন হওয়ার পথে।

স্থানীয় সময় ২৬ আগস্ট ১৯টায় দলের ১৩টি জীপ গাড়ি মস্কো উপকন্ঠের একটি চেক পয়েন্টে পৌঁছে। রাশিয়াস্থ চীনা দূতাবাস সেখানে সফরকারী দলটিকে স্বাগত জানান। পরে স্থানীয় পুলিশের প্রহরায় তারা দূতাবাসে পৌঁছে।

সিআরআইয়ের উদ্যোগে এই দলটি ২৫ জুলাই থিয়েন আন মেন স্কোয়ার থেকে রওনা হয়ে রাশিয়ার দিকে যাওয়ার পথে বিশটিরও বেশি শহরে সাক্ষাত্কার নিয়েছে। সফরকারী দলটি বিভিন্ন অঞ্চল ও স্থানীয় সরকারের আন্তরিক সহযোগিতা পেয়েছে।
|