২৬ আগস্ট চীন-কাজাখস্তান যৌথ সন্ত্রাস দমন সামরিক মহড়া তত্ত্বাবধানকারীরা অভিন্নভাবে এই মহড়ার উচ্চ প্রশংসা করেছেন।
কাজাখস্তান জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম ভাইস-চেয়ারম্যান বোস্কো ফ্লাডিমির কার্পোভিছ মনে করেন, চীনের নিরাপত্তা মন্ত্রণালয় সন্ত্রাস দমনে উচ্চ মানের কৌশল দেখিয়েছে। চীন ও কাজাখস্তানের উচিত অবাধ সহযোগিতা চালিয়ে সন্ত্রাস দমনে নতুন কৌশল উদ্ভাবন করা।
শাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক সন্ত্রাস দমন কমিটির পরিচালক ভিয়াছেস্লাভ কাসিমোভ বলেছেন, তিনি কয়েকজন পর্যবেক্ষকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে সবাই চীনা বাহিনীর উচ্চ প্রশংসা করেছেন।
|