দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইয়েন চিন জেলায় ৫.১ মাত্রার ভূমিকম্প ঘটার পর স্থানীয় সরকার সঙ্গে সঙ্গেই ত্রানকাজ চালিয়েছে এবং দুর্গতদের পুনবার্সনের ব্যবস্থা নিয়েছে । ২৬ আগষ্ট পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অধিবাবাসীদের উত্পাদন ও জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে ।
দুর্গত অঞ্চলের পানি , বিদ্যুত , যানবাহন ও টেলিযোগাযোগ ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক হয়েছে । স্থানীয় সরকার অধিবাসীদের খাওয়া , পানীয় জল , আবাসন ও সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দুর্গত অঞ্চলে সংক্রামক রোগ প্রতিরোধের চেষ্টা করছে ।
২৫ আগষ্ট বিকালে সংঘটিত ৫.১ মাত্রার ভূমিকম্পে ৩ লাখ ১০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন , একজন নিহত হয়েছেন । ভূমিকম্পের পর সংশ্লিষ্ট বিভাগ জরুরী ভিত্তিতে দুর্গত অঞ্চলে তাবু , খাবার ও ওষুধ ইত্যাদি ত্রানসামগ্রী পাঠিয়েছে ।
|