|
|
(GMT+08:00)
2006-08-27 16:54:24
|
আগামী ৫ বছরে চীনে বনের সামষ্টিক মালিকানাধীন ব্যবস্থার সংস্কার সম্পন্ন হবে
cri
সম্প্রতি চীনের বন ব্যুর্রোর মহা পরিচালক চিয়া জি বাং বলেছেন, চলতি বছর থেকে আগামী ৫ বছরের মধ্যে চীনে বনের সামষ্টিক মালিকানাধীন ব্যবস্থার সংস্কার মোটামুটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বতর্মানে চীনের বনায়নের আয়তন প্রায় ৩০ কোটি হেক্টর। এদের মধ্যে অর্ধেকের বেশী বন হল গ্রামাঞ্চলের সামষ্টিক মালিকানাধীনে অন্তভর্ক্ত। বতর্মানে চীনের ফুচিয়েন, চিয়াংসি প্রভৃতি প্রদেশে এই ক্ষেত্রের সংস্কার চলছে। তিনি বলেছেন, সংস্কারের পর ব্যাপক কৃষক এসব বন মোকাবেলার দায়িত্ব নেবেন। যার ফলে বন শিল্পের উত্পাদন শক্তি বাড়বে এবং পাহাড়ী এলাকায় বসবাসরত ব্যাপক কৃষককে প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের উত্সাহ বাড়বে।
|
|
|