|
|
(GMT+08:00)
2006-08-26 18:38:33
|
চীনের পরিবেশ পরিস্থিতি এখনও কঠোর
cri
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান জেন হুওয়া রেন ২৬ আগস্ট পেইচিংএ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরিবেশ দুষণের অবনতি ঘটার প্রবণতা কিছুটা প্রশমিত হয়েছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এখনও কঠোর। জানা গেছে, গত ৫ বছরে পরিবেশ দুষণের সংস্কারে চীন প্রায় ৮৪ বিলিয়ন রেন মিন পি বরাদ্দ করেছে। যার ফলে কোনো কোনো শহর ও অঞ্চলের পরিবেশের মান কিছুটা উন্নত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বতর্মানে এক তৃতীয়াংশ জমি এসিড-বৃষ্টির( আ্যসিন্ড রেন) শিকার হয়। তা ছাড়া, আবর্জনা মোকাবেলার ব্যবস্থা উন্নত করতে অনেক কাজ করতে হবে। এ ধরনের ব্যবস্থা পরিবর্তনের জন্য আগামী ৫ বছরে পরিবেশ সংরক্ষণে চীনের বরাদ্দ ১ দশমিক ৪ টিলিয়ন ইয়ানে দাঁড়াবে।
|
|
|