২৫ আগষ্ট ই ইউ'র পালাক্রমিক সভাপতি দেশের পররাষ্ট্রমন্ত্রী এর্ক্কি তুমিওজা ব্রাসেলসে ঘোষণা করেছে যে, ই ইউ আরো ৫৬০০ ও ৬৯০০ সৈন্য লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীতে পাঠাবে।
তিনি বলেছেন, বর্তমানে লেবাননে ই ইউ'র সৈন্যের সংখ্যা লেবাননে জাতিসংঘ বাহিনীতে কর্মরত মোট সংখ্যা ৫০% ভাগ।
জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, তিনি ফ্রান্স ও ইতালিকে পালাক্রমে লেবাননে জাতিসংঘ বাহিনী পরিচালনা করার প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে বলা হয়, ২০০৭ সালের ফেব্রুয়ারী পযন্ত ফ্রান্স বাহিনীটি পরিচালনা করবে, এরপর ইতালি পরিচালনা করবে। তিনি আরো বলেছেন, জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, হেজবুল্লাহর সশস্ত্র সদস্যদের প্রত্যাহার করার কথা। লেবানন সরকারের উচিত বিষয়টি সমাধান করা।
|