ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেইন এলহাম ২৫ আগস্ট বলেছেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ প্রয়োগে ইরান নতুন সাফল্য অর্জন করেছে এবং শীঘ্রই সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করবে। একই দিন আন্তর্জাতিক আণবিক সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি আলি আসগার সোলটাইনয়েহ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরীক্ষকদের কাজে ইরান কোন বাধা সৃষ্টি করেনি। বতর্মানে ইরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরীক্ষকদের কাজ সাভাবিকভাবে চলছে। সুতরাং এর আগে তথ্য মাধ্যমগুলোর প্রাসঙ্গিক প্রচার অবাস্তব।
ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জাভিএর সোলানা ২৫ আগস্ট ব্রাসেল্সে বলেছেন, ছ'টি দেশের উত্থাপিত প্রস্তাবের প্রতি ইরান বিস্তারিত জবাব দিয়েছে। গত কয়েক দিনে তিনি ইরানের প্রধান পরমাণু আলোচনা প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে মত বিনিময় করেছেন। আগস্ট মাসের শেষ দিকে ইরানের জবাবের প্রতি প্রতিক্রিয়া দেয়া হবে।
|