চীনে শক্তি সম্পদ সাশ্রয়ী আইন চালু হওয়ার পরবর্তী ৮ বছরে চীনে শক্তি সম্পদ ব্যবহারের পরিমাণ কমে গেছে ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি থিয়ে ইং ২৫ আগস্ট পেইচিংয়ে একটি রিপোর্টে এ কথা বলেছেন ।
জানা গেছে , চীনে শক্তি সম্পদের সাশ্রয় বিষয়ক ২২টি বাধ্যতামূলক ব্যবস্থা চালু হয়েছে । বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে শক্তি সম্পদ সাশ্রয়ী নিয়মবিধি প্রাথমিকভাবে প্রণয়ন করা হয়েছে । গত বছরে চীনে বিদ্যুত্ সাশ্রয়ী বাতির উত্পাদন পরিমাণ বিশ্বের মোট উত্পাদন পরিমাণের ৯০ শতাংশ ছিল ।
পরবর্তী ৫ বছরে চীনে শক্তি সম্পদ ব্যবহারের পরিমাণ আরো ২০ শতাংশ কমানোর জন্য চীন সরকার সম্প্রতি শক্তি সম্পদ সাশ্রয়ী ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ।
|