চলতি বছরের প্রথমার্ধে চীনের বিভিন্ন স্তরের সরকার পশ্চিম চীনের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ক্ষেত্রের ৪ কোটি ৮৮ লাখ ছাত্রদের শিক্ষার ফি মওকুফ করার জন্য মোট ৪৬৫ কোটি ইউয়েন রেনমিনপি বরাদ্দ করেছে। এ বরাদ্দের মাধ্যমে চীন সরকার নিজের প্রতিশ্রুতি পালন করেছে।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক মা খাই ২৫ আগস্ট চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কাছে উপরোক্ত অবস্থা অবহিত করেছেন। তিনি বলেছেন, চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রামাঞ্চলের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলভবনের মেরামত কাজেও লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।
উল্লেখ্য যে, চীনে নয় বছর বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু হয়। চলতি বছরের মার্চ মাসে চীন সরকার উত্থাপন করেছে, দু'বছর সময়ের মধ্যে গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের ছাত্রছাত্রীদের সমস্ত শিক্ষার ফি মওকুফ করা হবে। চলতি বছরে পশ্চিম চীনে তা বাস্তবায়িত হয়েছে। আগামী বছর মধ্য চীন আর পূর্ব চীনে তা কার্যকর করা হবে।
|