জার্মানীর প্রধানমন্ত্রএঞ্জেলা মার্কেল ২৪ আগস্ট ছ'দেশের প্রস্তাবে ইরানের জবাবে অসন্তোষ প্রকাশ করেছেন । সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র আশা করে ইরান এই মাসের শেষের দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার প্রস্তাবের ওপর সাড়া দেবে ।
মার্কেল বলেছেন , ইরান তার জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা এবং আবার আলোচনা করার কথা উল্লেখ করে নি । ইরানকে এ বিষয়ে নিশ্চিত করে বলতে হবে ।
একইদিন , যুক্তরাষ্ট্র বলেছে যে , যদি ৩১ আগস্টের মধ্যে ইরান নিরাপত্তা পরিষদের প্রস্তাব পালন না করে , তাহলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর শাস্তির প্রস্তাব উত্থাপন করবে ।
ইরান সরকার একইদিন বলেছে যে , পরমাণু সমস্যায় ইরান যাবতীয় পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে ।
অন্য এক খবরে জানা গেছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানোভ ২৫ আগস্ট বলেছেন, বর্তমানে ইরানকে শাস্তি দেয়া নিয়ে আলোচনা করার সময় নয় বরং এ বিষয়ে আরো প্রচেষ্টা চালানো উচিত ।
ইরান সরকার ২৪ আগস্ট বলেছে, পারমাণবিক সমস্যায় ইরান না না ধরনের অবস্থার সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিয়েছে ।
|