চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৫ আগস্ট বলেছেন , জাপান তাইওয়ানের তথাকথিত সেনাবাহিনীর সেনানায়ককে জাপান সফর করার যে অনুমতি দিয়েছে , সেজন্য চীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ।
জাপানের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , বর্তমানে তাইওয়ানের তথাকথিত সেনাবাহিনীর সেনানায়ক হু চেন ফু ভ্রমণের অজুহাতে জাপান সফর করছেন । তিনি ২৪ আগস্ট জাপানের স্থল আত্মরক্ষী বাহিনীর সামরিক মহড়া পরিদর্শন করেছেন ।
এ প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বক্তব্য রাখেন যে , জাপান সরকার হু চেন ফুকে জাপান সফর করার যে অনুমতি দিয়েছে , তা চীন-জাপান সমপর্কের একটি মারাত্মক ঘটনা । জাপান দু'দেশের তিনটি রাজনৈতিক দলিল ও তা সম্পর্কিত সংশ্লিষ্ট প্রতিশ্রুতি লঙ্ঘন করার যে অপচেষ্টা চালিয়েছে , তার জন্য চীন তীব্র প্রতিবাদ জানিয়েছে । চীন জাপানকে বাস্তব ব্যবস্থা নিয়ে এক চীন বিষয়ক দৃষ্টিভঙ্গিতে অটল থাকার জন্য বলেছে ।
|