ই ইউ পরিষদের চেয়ারম্যান বারোসো ২৪ আগস্ট এই মত প্রকাশ করেছেন , তিনি বিশ্বাস করেন যে , ই ইউভুক্ত বিভিন্ন দেশ লেবাননে আরো বেশী সৈন্য মোতায়েনের জন্য জাতিসংঘের অস্থায়ী বাহিনীকে সাহায্য করবে ।
তিনি ই ইউতে অনুষ্ঠিতব্য বিশেষ পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনীতে আরো বেশি পাঠানো প্রসঙ্গে এ কথা বলেছেন । তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , লেবানন-ইসরাইল সংঘর্ষের অবসান সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নং প্রস্তাবের কার্যকরীকরণ নিশ্চিত করার জন্য ই ইউ প্রচেষ্টা চালাবে ।
ফরাসী প্রেসিডেন্ট শিরাক একই দিন ঘোষণা করেছেন যে , লেবাননে মোতায়েন জাতিসংঘের বাহিনীতে যোগ দেয়ার জন্য ফ্রান্স ২ ব্যাটালিয়ান সৈন্য পাঠাবে । ফলে লেবাননে মোতায়েন ফরাসী সৈন্যদের সংখ্যা ২ হাজারে দাঁড়াবে । তা ছাড়া ফ্রান্স অব্যাহতভাবে লেবাননে জাতি সংঘ বাহিনী পরিচালনার দায়িত্বও পালন করতে ইচ্ছুক ।
|