চীনের প্রয়াত বিখ্যাত ঐতিহ্যিক চিত্রকর ছি পাই শি'র ৮০টিরও বেশি চিত্রকর্ম২৫ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রথম বারের মতো হংকং-এর শিল্পকলা ভবনে প্রদর্শিত হবে ।
এবারকার প্রদর্শনীতে দেখানো চিত্রসমূহ উত্তর পূর্ব চীনের লিয়াও নিন প্রদেশের যাদুঘর থেকে বাছাই করা হয়েছে । এই সব চিত্রকর্মে তার সারা জীবনের বিভিন্ন পর্যায়ের শিল্পকলার বৈশিষ্ট্য সমূহ দেখা যাবে ।
ছি পাই শি ছিলেন চীনের একজন বিখ্যাত লিপিকলা ও চিত্র-শিল্পী । ১৯৫৫ সালে তিনি বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করেছিলেন ।
|