শক্তি সম্পদ সাশ্রয়ী ব্যবস্থা আরো জোরদার করার জন্য চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি কয়লাসহ একবার ব্যবহার্য শক্তি সম্পদ উপভোগের জন্য কর আদায় করা এবং এই কর ধীরে ধীরে বাড়ানোর একটি প্রস্তান উপস্থাপন করেছে ।
জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি থিয়ে ইং ২৫ আগস্ট পেইচিংয়ে একটি রিপোর্টে এ কথা বলেছেন ।
রিপোর্টে সরকারকে যথাশীঘ্র তেল উপভোগ বিষয়ক কর আদায় করা , শক্তি সম্পদ সাশ্রয়ী পণ্যদ্রব্যকে উত্সাহ দেয়ার জন্য আর্থিক দিক থেকে অগ্রাধিকার নীতি প্রণয়ন করা এবং নতুন শিল্প প্রকল্প অনুমোদনের জন্য কড়াকড়িভাবে শক্তি সম্পদ সাশ্রয়ী ব্যবস্থা চালু করার একটি প্রস্তাবও দেয়া হয়েছে । যাতে বেশি শক্তি সম্পদ ব্যবহারকারী শিল্প অত্যধিক দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করা যায় ।
জানা গেছে , গত ৮ বছরে চীনে প্রচলিত শক্তি সম্পদ সাশ্রয়ী আইনের সংশোধন হবে বলে আশা করা হচ্ছে ।
|