v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-25 09:57:35    
চীনের গ্রামাঞ্চলের উন্নয়নে তথ্যায়নের ভূমিকা

cri
    চীনে মোট ১.৩ বিলিয়ন জনসংখ্যা আছে । তাদের মধ্যে ৮০ কোটিরও বেশি লোক গ্রামাঞ্চলে থাকেন । সুতরাং কৃষি উত্পাদন বিকশিত করা আর কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করা বরাবরই চীন সরকারের কাজকর্মের অন্যতম প্রধান বিষয় । গত কয়েক বছরে চীনে তথ্যায়নের প্রক্রিয়া নিরন্তর অগ্রসর হচ্ছে । এটা গ্রামাঞ্চলের উন্নয়নও ত্বরান্বিত করছে । সম্প্রতি সংবাদদাতা পেইচিংয়ের আশেপাশের গ্রামাঞ্চলে সাক্ষাত্কার নিতে গিয়েছেন । গ্রামাঞ্চলে নতুন প্রযুক্তি ও পণ্যদ্রব্য কাজে লাগানোর জন্য বহু শিল্প প্রতিষ্ঠান প্রচেষ্টা চালাচ্ছে । যাতে একে আরো বিকশিত করার জন্য কৃষকদের সাহায্য করা যায় । আজ এই অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    গত বছরের শেষ নাগাদ পেইচিং শহরের আশেপাশের গ্রামাঞ্চলের তথ্যায়নের মান উন্নত করার জন্য কৃষি ভালবাসা নামক তথ্যায়ন প্রকল্প গড়ে তোলা সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । এই পরিকল্পনা অনুযায়ী , পেইচিংয়ের আশেপাশের গ্রামাঞ্চলে ৩ শোটি ওয়েব সাইট গড়ে তোলা হবে । কৃষকদের ইন্টারনেট তথ্যের পরিসেবা যোগানো আর কৃষি ভালবাসা নামক ওয়েব সাইট ইতোমধ্যেই চালু হওয়ার ফলে পেইচিংয়ের গ্রামাঞ্চলের কৃষকদের জন্য ব্যাপক সুবিধা বয়ে আনা হয়েছে । পেইচিং শহরের পিংকুও ডিস্ট্রিক্টের শাংচেন গ্রামের গ্রামবাসী লিউ কুই ইং সংবাদদাতাকে বলেছেন , এখন গ্রামীণ ওয়েব সাইটের ইন্টারনেট থেকে কৃষি কর্ম আর ব্যবসার প্রয়োজনীয় নানা রকম পরিসেবামূলক তথ্য পাওয়া যাচ্ছে ।

    একটি সময়োচিত ও উপযোগী তথ্য পাওয়া গেলে পীচ বিক্রিসহ কৃষকদের জন্য উত্কৃষ্ট লাভ বয়ে আনা সম্ভব । ইন্টারনেটের মাধ্যমে বাজারের তথ্য কৃষকদের কাছে পাঠানো হয় । তথ্য পাওয়া গেলে কৃষকদের কৃষি পণ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে তা সুফল বয়ে আনবে । কৃষি পণ্য প্রক্রিয়াকরণ করার জন্য যে যন্ত্রপাতি লাগে , তাও ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে ।

    লিউ কুই ইং সংবাদদাতাকে আরো বলেছেন , শাংচেন গ্রামের গ্রামবাসীরা এখন ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন , বিদ্যুত্ প্রভৃতি জীবনযাপনের নিত্যপ্রয়োজনীয় ফিও জমা দিতে পারেন । ওয়েব সাইটে নিয়মিতভাবে বিবিধ প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়েছে । গ্রামবাসীদের লেখাপড়ার জন্য কম্পিউটারে বেশ কয়েকটি সফটওয়্যার বসানো হয়েছে । এতে স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য ব্যাপক ভূমিকা পালন করা হয়েছে ।

    পেইচিং-এর হেং সিন টেলি-যোগাযোগ পরিসেবা কোম্পানির সাহায্যে পেইচিংয়ের উপকন্ঠে কৃষি ভালবাসা নামক বেশ কিছু গ্রামীণ ওয়েব সাইট গড়ে তোলা হয়েছে । এ পর্যন্ত পেইচিংয়ের উপকন্ঠের গ্রামগুলোতে মোট ৩৬টি ওয়েবসাইট গড়ে তোলা হয়েছে । ওয়েব সাইটের কর্মীদের সাহায্যে কৃষকরা বিনা খরচে কম্পিউটারের মাধ্যমে নানা রকম প্রয়োজনীয় তথ্য অর্জন করতে পারেন । এই কোম্পানির সহকারী ফু পিন সংবাদদাতাকে বলেছেন , ওয়েবসাইটের মাধ্যমে কৃষিজাত দ্রব্য বিক্রির ব্যবস্থা সহজীকরণ করা হয়েছে । ফলে কৃষকদের আয় অনেক বৃদ্ধি পেয়েছে ।

    এখন কৃষিজাত দ্রব্য বিক্রির জন্য কৃষকদের সরাসরি তথ্য ও বাজার বিষয়ক অগ্রাধিকার দেয়া হয়েছে । আগে কৃষিজাত দ্রব্য বিক্রি করার জন্য পাইকারী বাজার আর ক্রেতাদের খুচরা কেনাসহ কয়েকটি ব্যবস্থা চালু ছিল । এখন ওয়েব সাইটের তথ্যের ওপর নির্ভর করে কৃষকদের কাছে কৃষিজাত দ্রব্য সরাসরি বিক্রি করা যাচ্ছে ।

    পেইচিংয়ে বিরাট বাজার গড়ে তোলা আর গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের বিকাশের ব্যাপক সম্ভাবনা আছে । এই সব শিল্প প্রতিষ্ঠানে প্রসিদ্ধ মার্কার পণ্য তেরীর ওপর অধিক থেকে অধিকতর গুরুত্ব দিচ্ছে । এই পরিপ্রেক্ষিতে কয়েকটি সফট ওয়্যার কোম্পানির উদ্যোগে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের জন্য যার যার বিখ্যাত মার্কা ও তার পরিচয় ব্যবস্থা যোগানো হয়েছে । এই সব ব্যবস্থার মাধ্যমে ক্রেতারা আর পণ্যদ্রব্যের উত্কর্ষ তত্ত্বাবধায়করা অনায়াসে পণ্যদ্রব্যের উত্স অন্বেষণ করতে পারেন । ফলে ক্রেতারা নিশ্চিন্তভাবে পণ্যদ্রব্য কিনতে পারেন এবং এতে উত্কৃষ্ট শিল্প প্রতিষ্ঠানের মার্কার মর্যাদাও রক্ষা করা যায় । পেইচিং চীনা খাদ্যদ্রব্যের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির ম্যানেজার মাদাম ওয়ে ওয়ে তার কোম্পানির ধারাবাহিক খাদ্যদ্রব্য প্রসঙ্গে বলেছেন ,

    গবাদি পশুর বাচ্চা জন্ম গ্রহণের পাশাপাশি তার কানে একটা চিহ্ন দেয়া হয় । এ থেকে প্রতিপন্ন হচ্ছে , গবাদি পশুর জন্ম , বড় আর তা নিয়ে মাংস ও মাংসজাত দ্রব্য প্রক্রিয়াকরণ করার প্রক্রিয়ায় এ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ রেকর্ড পাওয়া যাবে । কম্পিউটারে সব গবাদি পশুর যার যার নম্বর আছে । এই নম্বর অনুযায়ী , যার যার গবাদি পশুর উত্সসহ বিবিধ তথ্য অন্বেষণ করা যাবে ।

    কৃষকদের কাছে পণ্যের সরবরাহ ও চাহিদা বিষয়ক তথ্য পাঠানো ছাড়া কিছু হাইটেক শিল্প প্রতিষ্ঠান অন্যান্য ক্ষেত্রেও গ্রামীণ তথ্যায়ন সম্প্রসারণের ব্যবস্থা নিচ্ছে । হেং সিন টেলি-যোগাযোগ কোম্পানি আর পেইচিংয়ের গ্রামাঞ্চলের যৌথ উদ্যোগে স্থানীয় রীতি-নীতি বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটনের ক্ষেত্র ব্রত বিকশিত করার সহযোগিতা চালানো হয়েছে । তারা ইন্টারনেট , সংক্ষিপ্ত বার্তা প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে পেইচিং নাগরিকদের কাছে গ্রামীণ আচার -আচরণ বিশিষ্ট তথ্য সরবরাহ করেন । যাতে গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য তাদের আকর্ষণ করা যায় এবং স্থানীয় কৃষকদের জন্য আরো বেশি আয়ের সুযোগ করা যায় । কোম্পানির ম্যানেজার ওয়াং ফুং লেই বলেছেন ,

    গ্রামাঞ্চলের ভ্রমণযোগ্য দর্শনীয়স্থলেও শহুরে পর্যটকদের আকর্ষণ করা যায় । এতেও কৃষকদের আয় বেড়ে যায় ।

    জানা গেছে , তথ্যগত প্রযুক্তির সাহায্যে পেইচিংয়ের গ্রামাঞ্চলের স্থানীয় আচার আচরণ বিষয়ক পর্যটন দ্রুত প্রসারিত হয়েছে । ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এবছরের পয়লা মে দিবসকালে পেইচিংয়ের উপকন্ঠের পিংকুও ডিস্ট্রিটের দুটো দর্শনীয়স্থল ভ্রমণের জন্য মোট ন' হাজার পর্যটকের সুবিধার ব্যবস্থা করা হয় । এতে কৃষকদের আয় ২.৪ লক্ষ ইউয়ানেরও বেশি হয়েছে ।

    চীনের গ্রামাঞ্চলে তথ্যায়নের পদক্ষেপ দ্রুততর করার পাশাপাশি কৃষকদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ দেয়াও একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা । বর্তমানে চীনের গ্রামাঞ্চলে কৃষকদের জ্ঞানের মান উন্নত হয় , সুতরাং তথ্যায়নের পদক্ষেপ দ্রুততর করতে চাইলে নানা রকম ব্যবস্থার মাধ্যমে তা বাস্তবায়িত করা দরকার ।