চিলিন প্রদেশে সম্প্রতি প্রণীত দলিলপত্রে গ্রাম থেকে আসা শ্রমিকদের চিকিত্সা বীমায় অংশ নেয়ার কাজ জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। পরিকল্পনা অনুসারে এই বছরের মধ্যে মোট ১ লাখ ৭০ হাজার গ্রাম থেকে আসা শ্রমিক চিকিত্সা বীমায় অন্তর্ভূক্ত করা হবে।
চিলিন প্রদেশের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান দফতরের উপ-পরিচালক ছুই লিফু বলেছেন, আয় বাড়ানো এবং কর্মসংস্থান স্থানান্তরিত করার জন্যে গ্রামের বাকি শ্রম-শক্তিকে অনুপ্রাণিত করা এবং গ্রাম থেকে আসা শ্রমিকদের বৈধ স্বার্থ সুরক্ষা করা প্রভৃতি হচ্ছে নতুন গ্রাম নির্মাণ সমর্থনের গুরুত্বপূর্ণ বিষয়। চিলিন প্রদেশ শ্রম-নীতিতে কাজ করার সময়ে আহত বীমা, চিকিত্সা বীমা ও কর্মচ্যুতি বীমা প্রভৃতি ক্ষেত্রে গ্রাম থেকে আসা শ্রমিকদের অংশগ্রহণ ত্বরান্বিত করা এবং তাদের বৈধ স্বার্থ সুরক্ষার বিষয় সুস্পষ্ট করেছে।
|