২০০৮ সালের মধ্যে যাবতীয় স্থল সীমান্ত নির্ধারণ ও চিহ্নফলক স্থাপনের কাজ সম্পন্ন করা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন দলিলপত্র স্বাক্ষর করার জন্য চীন আর ভিয়েতনামের মধ্যে এই কার্যকম বাস্তবায়নের কাজ পুরোদমে চলছে ।
২৪ আগস্ট দু'দেশের প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , উভয় পক্ষ উত্তরাংশ উপসাগরের সীমান্ত নির্ধারণ , মত্স শিল্পের সহযোগিতা বিষয়ক চুক্তির কার্যকরীকরণ এবং উত্তরাংশ উপসাগরে দু'দেশের নৌবাহিনীর যৌথ পাহারার গভীর মূল্যায়ন করেছে । উত্তরাংশ উপসাগরের আন্তঃসীমান্তের তেল ও গ্যাস সন্ধান ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার পদক্ষেপ দ্রুত করা হবে বলে দু'পক্ষ রাজী হয়েছে । উভয় পক্ষ স্থিতিশীলভাবে উত্তরাংশ উপসাগরের বাইরের সমুদ্রসীমার নির্ধারণ সংক্রান্ত বৈঠক ত্বরান্বিত করবে এবং সক্রিয়ভাবে এই সমুদ্রসীমায় যৌথ উন্নয়নের বিষয়ে আলোচনা করবে । উভয় পক্ষ রাজী হয়েছে যে , অব্যাহতভাবে সমুদ্র সীমান্ত নির্ধারণ সংক্রান্ত আলোচনা তরান্বিত করবে এবং সম্মিলিতভাবে দক্ষিণ সাগরের পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখবে
|