২৪ আগস্ট ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকার খবরে প্রকাশ , ইসরাইলের কর্মকর্তারা এই মত প্রকাশ করেছেন যে , যদি ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেয় , তাহলে ইসরাইল প্রয়োজন হলে একতরফা কার্যকলাপ অবলম্বন করবে ।
ইসরাইলের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই পত্রিকার খবরে বলা হয়েছে , ২২ আগস্ট ছ'টি দেশের কর্মসূচির জবাবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়ে ইরান যে যথাযথ জবাব দেয় নি , তার কারণ এই যে , বিশ্ব সম্প্রদায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে ইরান মনে করে । ইসরাইল ঘটনাটির অবনতির মাত্রা বিবেচনা করে ইরানের পরমাণু হুমকী প্রশমিত করার প্রস্তুতি নিচ্ছে ।
২৩ আগস্ট ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী লিভনি বলেছেন , ইরান ছ'টি দেশের কর্মসূচির যে জবাব দিয়েছে , তার উদ্দেশ্য তার পরমাণু পরিকল্পনা অব্যাহতভাবে বিকশিত করার প্রস্তুতি নেয়া ।
|