ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ২৩ আগস্ট জর্দানের রাজধানী আম্মানে গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী বাকোইয়াননিসের সঙ্গে বৈঠক শেষে বলেছেন , ফিলিস্তিন যুক্ত সরকার গঠন করা খুব জরুরী । ফিলিস্তিন জাতীয় মুক্তি আন্দোলন-ফাতাহ্ ফিলিস্তিনের বেশ কয়েকটি সম্প্রদায়ের নেতাদের স্বাক্ষরিত ' জেলের প্রটোকল' অনুসারে এই সরকার গঠনে সম্মত হয়েছে ।
একই দিন আম্মানে অনুষ্ঠিত ফাতাহ'র কেন্দ্রীয় কমিটির অধিবেশনে আব্বাসসহ সকল সদস্য সর্বসম্মতিক্রমে মনে করেন যে , ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিরোধ আর বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ফিলিস্তিন স্বশাসন প্রশাসনকে ছিন্ন করার অপচেষ্টা দূর করার একমাত্র পথ ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে যুক্ত সরকার গড়ে তোলা । আব্বাস মনে করেন যে , এই কার্যক্রমে ইসরাইলের বিরুদ্ধে হামাসের কঠোর দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন করা যাবে এবং শান্তি আলোচনা আবারও শুরু করার সম্ভাবনা সৃষ্টি করা যাবে ।
|