চীন সরকার দেশের বিভিন্ন অঞ্চলগুলোকে দুর্গতদের ভালোভাবে জীবনযাপনের ব্যবস্থা করার আদেশ দিয়েছে। যাতে দুর্গতরা খাবার ,পরিষ্কার পানি, কাপড়, থাকার জায়গা এবং চিকিত্সা ব্যবস্থা পায়।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের আয়োজিত এক সম্মেলনে দুর্যোগের সময় ত্রাণ কাজ সম্পর্কে আলোচনা হয়েছে। সম্মেলনে বিভিন্ন স্তরের সরকারের উদ্দেশ্যে সার্বিকভাবে নানা দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করা, জরুরী সমস্যা মোকাবিলার প্রস্তাব প্রণয়ন করা, সময় মতো পূর্ব-সতর্কতাজ্ঞাপক তথ্য প্রচার করা ইত্যাদি আদেশ দেয়া হয়েছে।
সম্মেলনে বিভিন্ন স্তরের সরকারকে দুর্গতদের ব্যবসা এবং শ্রম শক্তি বিক্রি প্রভৃতি পদ্ধতির মাধ্যমে আয় বাড়ানোর উত্সাহ দেয়ার জন্যও আদেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোর পুনর্গঠন হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। দুর্গত এলাকার স্কুলগুলো সময় মতো খুলতে হবে।
|