২৩ আগস্ট চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ভিয়েত্নামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুন দুক মানের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন বহুপাক্ষিক সম্মেলনে ভিয়েত্নামকে বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত করা সম্পর্কে আলোচনা ত্বরান্বিত করবে ।
সাক্ষাত্কালে ওয়েন চিয়াপাও আরো বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভিয়েত্নামের আর্থ-বাণিজ্য সম্পর্কের উন্নয়ন খুব দ্রুত, সার্বিক ও বহু ক্ষেত্রের সহযোগিতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । দু'দেশের আর্থ-বাণিজ্য সম্পর্কের আরো গভীর উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে দু'পক্ষকে গুরুত্বপূর্ণ প্রকল্পে মনোযোগ দেয়া এবং পরিকল্পিত বিরাট ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা প্রকল্পকে বাস্তবায়ন করা উচিত । পারস্পরিক সমর্থনের মাধ্যমে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রধান প্রধান অঞ্চল ও অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
নুন দুক মান বলেছেন, ভিয়েত্নাম দু'দেশের সুপ্রতিবেশীশুলভ মৈত্রী ও সার্বিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
|