v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-24 11:25:17    
পেরুর নতুন প্রেসিডেন্ট আলান গার্সিয়া

cri

    চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত পেরু প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হওয়া আলান গার্সিয়া ২৮ জুন কংগ্রসে শপথ গ্রহণ করেন। তাঁর কার্যমেয়াদ ৫ বছর।

    ১৯৪৯ সালের ২৩ মে আলান গার্সিয়া পেরুর রাজধানী লিমায় জন্ম গ্রহণ করেন। তিনি লিমার ক্যাথলিক ধর্ম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া করেছেন। তারপর দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে মোড় নিয়েছেন। পর পর তিনি স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও নেদারল্যান্ডসে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করেন এবং আইন ও সমাজ বিষয় সংক্রান্ত ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

    ১৯৭৬ সাল লেখাপড়া শেষে তিনি স্বদেশে ফিরে আসার পর পেরুর একটি রাজনৈতিক দল পার্তিদো আপরিস্তা পেরুয়ানোয় যোগ দেন এবং ১৯৮২ সালে এই পার্টির সাধারণ সম্পাদকপদে নিযুক্ত হন।

    ১৯৮৫ সাল পার্তিদো আপরিস্তা পেরুয়ানোর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। ফলে তিনি সব প্রার্থীকে পরাজিত করেন এবং প্রেসিডেন্ট হন। তিনি হচ্ছেন পেরুর ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেসিডেন্টদের মধ্যে একজন।

    ১৯৯২ সালে তাঁর স্থলাভিষিক্ত হওয়া প্রেসিডেন্ট ক্ষমতাসীন থাকতে গার্সিয়ার দুর্নীতি ও অবৈধভাবে ধনী হওয়ার বিষয়ে অভিযুক্ত করেন। একই বছরের জুন মাসে গার্সিয়া কলম্বিয়ায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। ২০০১ সালের জানুয়ারীতে, তিনি স্বদেশে ফিরে আসেন। একই বছরের এপ্রিল মাসে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। কিন্তু প্রথম দফা নির্বাচনে তিনি শুধু ২৫.৭ শতাংশ ভোট পাওয়ায় নির্বানে জিততে ব্যর্থ হন।

    চলতি বছরের ৯ এপ্রিল গার্সিয়া আবার পার্তিদো আপরিস্তা পেরুয়ানোর প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। প্রথম দফা নির্বাচনে কেউ ৫০ শতাংশ ভোট পান নি। সংবিধান অনুযায়ী, ৪ জুন, পেরু দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করে। এবার তিনি ৫২.৬২ শতাংশ ভোট পেয়ে, অন্য প্রার্থীকে পরাজিত করেন। ২১ জুন পেরু র জাতীয় নির্বাচন কমিটি লিমাতে গার্সিয়াকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে।

    বিজয়ী হওয়ার পর, গার্সিয়া বলেন, নতুন সরকার পুরোপুরিভাবে পেরুর ভৌগোলিক সুবিধা ব্যবহার করে, দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশে পরিণত করবে। এর সঙ্গে সঙ্গে তিনি দেশের স্থিতিশীলতা ও সুশৃংখলার পূর্বশর্ত হিসেবে যৌক্তিক ও ন্যায্য কর আদায় ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন। যাতে আরো বেশী বৈদেশিক পুঁজি আকর্ষণ করা যায়।

    ১৯৮৪ সাল ও ২০০৪ সালে গার্সিয়া দু'বার চীন সফর করেন।