চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ২৩ আগস্ট পেইচিংয়ে বলেছেন , চীনের জাতীয় গণ কংগ্রেস ভিয়েতনামের কংগ্রেসের সঙ্গে আরো ঘনিষ্ঠ আদান প্রদান চালাতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংসদ সংস্থাগুলোতে মত বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুং দুক মানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছেন , দু'দেশের সম্পর্ক আরো গভীরে নিয়ে যেতে সম্মিলিতভাবে নতুন নতুন অবদান রাখার জন্য চীনের জাতীয় গণ কংগ্রেস ভিয়েতনামের কংগ্রেসের সঙ্গে রাষ্ট্র প্রশাসন এবং গণতন্ত্র ও আইন ব্যবস্থার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক ।
নুং দুক মান দু'দেশের সংসদের আদান প্রদানের গভীর মূল্যায়ন করেছেন । তিনি বলেছেন , ভিয়েতনাম চীনের জাতীয় গণ কংগ্রেসের কাছ থেকে আইন প্রণয়ন আর তত্ত্বাবধানের ক্ষেত্রের মূল্যবান অভিজ্ঞতা শিক্ষা গ্রহণ করতে চায় ।
|