২৩ আগস্ট চীনের নান চিং শহরের একটি আদালতে জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে নান চিং শহর হত্যালীলা থেকে বেঁচে যাওয়া চীনা নাগরিক সিয়া সু ছিংকে কলঙ্কিত করার অভিযোগে দু'জন জাপানী লেখকের বিরুদ্ধে বিচার করা হয়েছে । বিচারের রায় অনুযায়ী চীনের এই নাগরিক জিতেছেন । নান চিং হত্যালীলার ব্যাপারে চীনের আদালত এই প্রথমবারের মতো বৈদেশিক দেওয়ানী মামলা দায়ের ও তার ওপর রায় দিল ।
আদালতের রায়ে বলা হয়েছে , নান চিং হত্যালীলায় বেঁচে থাকা চীনা নাগরিক সিয়া সু ছিংকে কলঙ্কিত করার জন্য দু'জন জাপানী লেখকের প্রকাশিত গ্রন্থকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে । যে সব গ্রন্থ প্রকাশিত হয়েছে , সেগুলো বাজেয়াপ্ত ও ধ্বংস করতে হবে । ক্ষমতা চাওয়ার জন্য এই দু'জন জাপানী লেখককে দু'দেশের প্রধান প্রধান পত্র-পত্রিকায় দুঃখ প্রকাশ করতে হবে এবং চীনা নাগরিকের মানসিক ক্ষতি পূরণের জন্য ১৬ লাখ ইউয়ান ভাতা জমা দিতে হবে ।
|