২০০৮ সালের মধ্যে চীন আর ভিয়েতনামের সীমান্ত নির্ধারণ কার্যক্রম পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে বলে চীন আশা করে ।
চীনের কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদ , প্রেসিডেন্ট হু চিন থাও ২২ আগস্ট সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুন দুক মানের সঙ্গে সাক্ষাতের সময় এই আশা প্রকাশ করেন যে , দু'দেশ আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের স্বার্থের দিকগুলো বিবেচনা করে স্থল সীমান্তের নির্ধারণ কাজ দ্রুততর করবে , স্থিতিশীলভাবে উত্তরাংশ উপসাগরের বাইরের সমুদ্রসীমার নির্ধারণ ও যৌথ উন্নয়ন সংক্রান্ত বৈঠক ত্বরান্বিত করবে এবং দক্ষিণ সাগরে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনের সহযোগিতার প্রবণতা বজায় রাখবে ।
নুন দুক মান বলেছেন , ভিয়েতনাম ও চীনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা জোরদার করা বিশ্ব ও এই অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়ন সুরক্ষার অনুকূল হবে ।
|