নবম আন্তর্জাতিক ঐতিহ্যিক ওষুধপত্র বিষয়ক তত্ত্ব সম্মেলন ২৩ আগস্ট দক্ষিণ পশ্চিম চীনের নান নিন শহরে অনুষ্ঠিত হয়েছে । বিশ্বের ২৯টি দেশ ও অঞ্চলের ৪ শোরও বেশি ঐতিহ্যিক ওষুধপত্র বিষয়ক কর্মী এই সম্মেলনে অংশ নিচ্ছেন ।
তিন দিনব্যাপী এই সম্মেলনে ঐতিহ্যিক ওষুধপত্রের সম্পদ সুরক্ষা ও টেকসই ব্যবহার , ঐতিহ্যিক ওষুধপত্রের ব্যবস্থাপনা ও গবেষণা এবং তার স্বত্বাধিকার সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে ।
জানা গেছে , বর্তমান পৃথিবীতে প্রতিদিনই পরিবেশের অবনতি হচ্ছে এবং মানবজাতির স্বাস্থ্য অভূতপূর্ব হুমকীর সম্মুখীন হচ্ছে । গত কয়েক বছরে পৃথিবীতে ঐতিহ্যিক ওষুধপত্র ব্যবহারের ক্ষেত্র ও হার ক্রমশঃ বেড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে তার অবকাশও ক্রমাগতভাবে বিস্তৃত হচ্ছে ।
|